বাংলার খবর
কলকাতাকে পিছনে ফেলে জেলায়-জেলায় মাধ্যমিকে অসাধারণ কৃতিত্ব পড়ুয়াদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২২ সালের মাধ্যমিকে যৌথ ভাবে প্রথম স্থান দখল করল দু’ জন৷ ৬৯৩ নম্বর পেয়ে প্রথম হয়েছে বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌণক মণ্ডল৷
৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দু’ জন৷ এদের মধ্যে রয়েছে রৌণক মণ্ডল এবং কৌশিকী সরকার৷ ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে দুই ছাত্রী৷ আসানসোলের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান৷
আরও পড়ুন: Madhyamik Examination: ঘোষিত হল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি
৬৯০ নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করেছে চারজন৷ এই চারজনের মধ্যে রয়েছে পাঠ ভবনের শ্রুতর্ষি ত্রিপাঠী৷ কলকাতার মধ্যে সেই প্রথম৷ ৬৮৯ নম্বর পেয়ে মাধ্যমিকের পঞ্চম স্থান দখল করেছে ১১ জন৷
আরও পড়ুন: মাধ্যমিকে জেলায়-জেলায় জয়জয়াকার, পঞ্চম অনিন্দ্য হতে চাই বিজ্ঞানী
৬৮৮ নম্বর নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ৬ জন৷ ৬৮৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে দশ জন৷ ৬৮৬ নম্বর পেয়ে বাইশ জন রয়েছে অষ্টম স্থানে৷ ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থন দখল করেছে ১৫ জন৷ দশম স্থানে রয়েছে ২৭ জন৷ তাদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৪৷