মাধ্যমিকে জেলায়-জেলায় জয়জয়াকার, পঞ্চম অনিন্দ্য হতে চাই বিজ্ঞানী
Connect with us

বাংলার খবর

মাধ্যমিকে জেলায়-জেলায় জয়জয়াকার, পঞ্চম অনিন্দ্য হতে চাই বিজ্ঞানী

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার সকাল ৯’টাইয় প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের ফল। ফলাফলের নিরিখে জেলায়-জেলায় জয়জয়াকার। মাধ্যমিকে এবারেও সাফল্যের নজির গড়ল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর।

রায়গঞ্জ শহরের সারদা বিদ্যামন্দির বিদ্যালয়ের ছাত্র অনিন্দ্য সাহা। ২০২২ সালের মাধ্যমিকে পঞ্চম স্থান দখল করে রাজ্যে রায়গঞ্জের মুখ উজ্জ্বল করেছে। বরাবরই মেধাবী ছাত্র অনিন্দ্য ৬৮৯ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান দখল করেছে। তাঁর এই সাফল্যে খুশী অনিন্দ্য ও তাঁর পরিবার।

আরও পড়ুন: Madhyamik Examination: ঘোষিত হল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি

Advertisement

রায়গঞ্জ শহরের ইলেক্ট্রিক সামগ্রী বিক্রির ব্যাবসায়ী অসীম সাহা এবং মা গৃহবধূ বর্নালী সাহার বড় ছেলে অনিন্দ্য। অনিন্দ্যর একটি ছোট ভাইও রয়েছে। ২০২০ -২১ সাল অতিমারি করোনার সময়ে একদিকে যেমন বাবা অসীম সাহার ব্যাবসা নষ্ট হয়েছে তেমনি স্কুল বন্ধ থাকায় অফলাইনের বদলে অনলাইনে পড়াশুনা করতে হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অনিন্দ্যকে।

অসুবিধা হলেও অধ্যাবসায় ও একাগ্রতার জেরে মাধ্যমিকে ভালো ফল করার আশা ছিল রায়গঞ্জ সুদর্শনপুরের সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অনিন্দ্য সাহার। ৬৮০/ ৬৮২ নম্বর সে পাবে ভেবেছিল। তবে ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে খুশী সে। এই সাফল্য সম্পূর্ণভাবে তাঁর বাবা-মায়ের অনুপ্রেরণাতেই হয়েছে বলে জানিয়েছে সে।

আরও পড়ুন: WB Madhyamik Results 2022: মাধ্যমিকে যুগ্ম প্রথম-দ্বিতীয়

Advertisement

পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের অকুন্ঠ সহযোগীতা পেয়েছে সে। আর পাঁচটা কৃতী ছাত্র ছাত্রীদের মতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায় না, ভবিষ্যতে অঙ্ক বিষয় নিয়ে পড়াশুনা করতে চায় অনিন্দ্য। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন তার চোখে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.