বাংলার খবর
ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে গুলি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের বকেয়া ১০৮ পৌরভোটের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্যের পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। বেড়েই চলেছে বিক্ষোভ।
এবার পৌর ভোটের প্রাক্কালে ভাটপাড়ায় আবার ব্যাপক গন্ডগোলের আভাস পাওয়া গেল। কার্যত ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া পৌরসভায় এবার এলাকার তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি করা হল। রবিবার দুপুরে ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনিতে এই ঘটনা ঘটেছে বলে খবর।
তবে জানা গিয়েছে, অল্পের জন্য তৃণমূল প্রার্থী প্রাণে বেঁচে গিয়েছেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার পিছনে গেরুয়া শিবিরের হাত থাকার অভিযোগ তোলা হয়েছে। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। পুলিশের তরফ থেকে দুষ্কৃতীদের খোঁজ চলছে। ভাটপাড়া বরাবরই রাজনৈতিক উত্তেজনাপ্রবণ এলাকা বলে পরিচিত। আর সেই সূত্রে বোঝাই যাচ্ছে, পৌর ভোটের প্রাক্কালে ভাটপাড়া আরও একবার সরগরম হতে চলেছে।