বিদেশের খবর
টাইটানিকের চেয়েও কয়েক গুণ বড় এই নতুন জাহাজ
“ওয়ান্ডার অব দ্য সিস”তার থেকেও ৬ গুন বড় এই আইকন অব দ্য সিস জাহাজটি

বেঙ্গল এক্সপ্রেস: বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী সমুদ্রে ভাসবার জন্য প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। এক কথায় বলা চলে যে “দ্বিতীয় টাইটানিক”। যেখানে থাকবে অনেক বিনোদন এবং বিলাসিতা। জাহাজের প্রথম সফরের সব টিকেট ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।
বিশ্বের অনেক মানুষ এই বিখ্যাত জাহাজের চড়বার জন্য অনেক আশা নিয়ে রয়েছেন। এই তৈরি প্রায় সাত দিন ঘুরে বেড়াবে সমুদ্রের মধ্যে। ২৪ সালের ২৭শে জানুয়ারি যাত্রা শুরু করবে এই তরী। আমেরিকার ফ্লোরিডের মায়ামী থেকে ক্যারিবিয়ান এর পূর্ব এবং পশ্চিম দ্বীপপুঞ্জে যাবে। এই জাহাজটির নাম “আইকন অফ দ্য সীজ”। এই জাহাজের কর্তৃপক্ষ জানিয়েছে যে, সব ধরনের পরিবাররাই এই জাহাজে উঠতে পারবে। সবাই সেখানে উপভোগ করতে পারবে রোমাঞ্চ জনক ও আরো অন্যান্য মজাদার জিনিস। এই জাহাজে প্রায় ৭৯৬০ জন মানুষ চড়তে পারবে, যার মধ্যে ২৩৫০ জন কর্মী থাকবে। এবং বাকিরা থাকবে যাত্রী হিসেবে।
আরও পড়ুন-বিধবা হওয়ার পরও সিঁথিতে কেন সিঁদুর পড়েন নায়িকা
টাইটানিকের থেকে কয়েকগুণ বড় এই জাহাজ। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ২৬৯ মিটার আর সেখানে এই জাহাজের দৈর্ঘ্য হল ১২০০ ফুট। রয়াল ক্যারিবিয়ান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের সব থেকে বড় জাহাজ হলো “ওয়ান্ডার অব দ্য সিস”তার থেকেও ৬ গুন বড় এই আইকন অব দ্য সিস জাহাজটি।