দেশের খবর
বিধবা হওয়ার পরও সিঁথিতে কেন সিঁদুর পড়েন নায়িকা
হিন্দু শাস্ত্র অনুযায়ী তাদের স্বামী দীর্ঘায়ু কামনায় মাথায় সিঁদুর লাগান স্ত্রীরা

বেঙ্গল এক্সপ্রেসঃ প্রায় ৩০ বছর আগেই বিধবা হয়েছিলেন রেখা। আজও যেকোনো অনুষ্ঠানে তাকে সিঁথি ভরা সিঁদুর পরতে দেখা যায়। কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী তাদের স্বামী দীর্ঘায়ু কামনায় মাথায় সিঁদুর লাগান স্ত্রীরা। রেখা বিধবা হয়েছে অনেক আগেই সে আবার বিয়ে করুক বা না করুক কিন্তু কার স্মৃতিতে সিঁদুর লাগায় তা কি জানেন?
কেউ কেউ বলেন যে, রেখা অমিতাভ বচ্চনকে তার স্বামী হিসেবে বিবেচনা করেন। কারণ অমিতাভ বচ্চন এখনো বেঁচে আছেন তাই রেখা সরাসরি সিঁদুর পরেন শাস্ত্র অনুযায়ী মহিলাদের কপালে সিঁদুর লাগানোর অর্থ হলো স্বামী বেঁচে আছেন। তবে ভারতে আশি বা নব্বই দশকসকে প্রেমিক দম্পতির আর বিয়ের আগে তাদের প্রেমিকাকে ্সিদুর লাগিয়ে দিতেন।
সে সময় মেয়েদের কাছে খুবই দামী ছিল এই সিঁদুর। অনেক ভক্ত অনুমান করেছেন যে রেখা অমিতাভের নামে সিঁদুর পরেন। রেখা বিয়ের আগে থেকেই সিঁদুর লাগাতেন। অমিতাভ বচ্চনের প্রেমে মগ্ন ছিলেন রেখা। এই সংবাদপত্রের কারণে রেখা-অমিতাভ অভিনীত সিলসিলার পরে আর কোন ছবিতে একসঙ্গে কাজ করেনি। পুরনো বন্ধু এক সংবাদ মাধ্যমে বলে ছিলেন যে রেখা অমিতাভের জন্য সিঁদুর সিঁথিতে লাগাতেন, যদিও রেখা কখনো দিপালীর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য করেননি তাদের প্রেমের গভীরতা অনেকেই জানেন কিন্তু রেখা কখনোই তা প্রকাশ্যে আনেননি । 30 বছরের বেশি সময় ধরে কোনো পার্টিতেও একসঙ্গে দেখা যায়নি দুজনকে।
আর পরুন-ডুবাইয়ের এই রানী শপিং করেন আপনি জানেন? পড়ুন বিস্তারিত
১৯৯০ সালের তিনি দিল্লির একজন শিল্পপতির মুকেশ আগারওয়াল কে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের এক বছর পরে রেখার স্কার্ফ ঝুলিয়ে আত্মহত্যা কড়ফ। সেসময় মুকেশ সুইসাইড নোটে লিখেছিলেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সে সময় অনেকে রেখাকে ডায়নি বলে সম্বোধন আজও তিনি এটা চালিয়ে যাচ্ছেন এর উত্তর আজও কেউ জানেনা। বলিউড তারকা ঋষি কাপুর নিতু সিং এর বিয়েতে রেখা আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন এবং তার পরেও তাকে অত্যাশ্চর্য যাচ্ছিল তখনও রেখাকে বিয়ে করেনি মুকেশ আগারওয়াল এবং তখনও রেখার মাথায় সিঁদুর সিঁথির সিঁদুর নিয়ে প্রশ্ন ওঠে রেখা বলেছিলেন তিনি সরাসরি শুটিং ফ্লোর থেকে এসেছেন এদিকে রেখার জীবনী জাসমিন সীমারেখা দ্য আনটোল্ড স্টোরি তে দাবি করেছেন যে রেখা অমিতাভের জন্য নয় সঞ্জয় দত্তের সিঁদুর প্রয়োগ করেছিলেন। ১৯৮৪ সালে সঞ্জয় দত্তের সাথে শেয়ার করার সময় দুজন একে অপরের কাছাকাছি এসেছিলেন তিনি সে সময় গোপনে বিয়ে করেছিলেন কিন্তু আসলেই তিনি কার জন্য সিঁদুর লাগান অমিতাভ বচ্চন নাকি সঞ্জয় দত্ত এখনো অজানা ।