খেলা-ধূলা
অ্যাসেজের তৃতীয় টেস্টেও ব্যাটিং বিপর্যয় অব্যাহত ইংরেজদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশ্বের অন্যতম সেরা টেস্ট সিরিজের নাম যদি বলা হয়, তাহলে প্রথমেই আসে অ্যাসেজের নাম। অ্যাসেজ মানেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু এবারের অ্যাসেজ ক্রিকেট প্রেমীদের যথেষ্টই নিরাশ করেছে। প্রথম দুই টেস্টে হেরে যথেষ্ট বিপাকে থেকেই তৃতীয় টেস্টে নেমেছে ইংল্যান্ড।
কিন্তু তৃতীয় টেস্টেও একই ধারা অব্যাহত রইল। রবিবার থেকেই মেলবোর্নে শুরু হয়েছে তৃতীয় টেস্ট। টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তৃতীয় টেস্টেও ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ল ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানেই অলআউট হয়ে যায় ইংরেজরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এছাড়া জনি বেয়ারস্টো ৩৫ এবং বেন স্টোকস ২৫ রান করেন। মাত্র ৬৫.১ ওভার স্থায়ী হয়েছিল ইংরেজদের প্রথম ইনিংস।
অধিনায়ক রুট কিছুটা রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও বাকিরা সকলেই ব্যর্থ। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে কামিন্স ও নাথান লিঁও ৩ টি করে, স্টার্ক ২টি এবং গ্রিন এবং বোলান্ড একটি করে উইকেট নিয়েছেন। এরপর ব্যাট করতে নেমে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া । দুই ওপেনার মিলে ৫৭ রান তুললেও শেষ মুহূর্তে ডেভিড ওয়ার্নার ৩৮ রান করে আউট হন। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৬১ রান। ২০ রানে ব্যাট করছেন মার্কাস হ্যারিস। ইংল্যান্ডের থেকে এখনও ১২৪ রানে পিছিয়ে রয়েছে অজিরা। এখন দেখার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস কোথায় শেষ হয়।