দেশের খবর
অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার মহিলা, পুরুষ সহ ১০

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে অনুপ্রবেশ বাড়ছে। এই উদ্বেগের কথা মাথায় রেখেই বিএসএফের ক্ষমতা বৃদ্ধি করেছে কেন্দ্র। সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ক্ষমতা ১৫ কিলোমিটার থেকে বৃদ্ধি করে ৫০ কিলোমিটার করা হয়েছে। যদিও এই বৃদ্ধি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে।
কিন্তু অনুপ্রবেশ দিনে দিনে বাড়ছে। আর সচেতনতা বৃদ্ধি করেই বড়সড় সাফল্য পেল বিএসএফ। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার হল ১০ জন। শনিবার দুপুর আড়াইটে নাগাদ তারা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিল বলে অভিযোগ। সে সময়ই বর্ডার গার্ড বাংলাদেশ তাদের আটক করে। বিজিবি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে সাতজন মহিলা এবং বাকিরা যুবক।
ধৃতদের নাম, মহম্মদ সোহাগ (৩২), সুমি (২৯), মহম্মদ মিন্টু মিয়া (৩৮), তুহিন (৩৩), মাবিয়া (২৫), রোজিনা খাতুন (৩২), পারুল (২২), পাখি আক্তার (৩৩), আবদুল্লাহ শেখ (১৭), স্বাপ্নায়ারা খানম (২৬), সোনিয়া আক্তার (২৭), প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক। জানা গিয়েছে, বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে সাহায্য করার অপরাধে আটক করা হয়েছে রাজু আহমেদ নামে এক ব্যক্তিকেও। ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিনা পাসপোর্টে ভারতবর্ষে যাতায়াতের কারণে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে মহেশপুর থানার পুলিশ।