দেশের খবর
দেশে দৈনিক সংক্রমণ কুড়ি হাজার ছাড়াল, বাড়ল মৃত্যুর সংখ্যাও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : দু’দিন ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ কুড়ি হাজারের নিচে থাকার পর বৃহস্পতিবার আবারও তা কিছুটা বাড়ল। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন। দেশের মধ্যে সংক্রমণে শীর্ষে রয়েছে কেরল। তবে আগের থেকে দক্ষিণের এই রাজ্যে সংক্রমণ অনেকটাই কমেছে।
গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৬১ জন। এর পরেই থাকা মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩,১৮৭ জন। মিজোরামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৪১ জন। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৬২ জনের। কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে সাড়ে পাঁচ হাজার জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৭৭ হাজার ২০ জন। দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ৬ হাজার ২৫৪ টি।
এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৫৬ কোটি ৮৯ লক্ষ ৫৬ হাজার ৪৩৯ টি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৬৫ লক্ষ ৩৪ হাজার ৩০৬ জন। গোটা অতিমারী পর্বে দেশে এখনও পর্যন্ত করোনার টিকা নিয়েছেন মোট ৮৮ কোটি ৩৪ লক্ষ ৭০ হাজার ৫৭৮ জন।