বিনোদন
থেমে গেল সন্তুরের সুর, প্রয়াত কিংবদন্তি সন্তুর বাদক শিবকুমার শর্মা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চিরতরে থেমে গেল শিবকুমারের সন্তুর। প্রয়াত হলেন কিংবদন্তি সন্তুর বাদক শিবকুমার শর্মা। মঙ্গলবার সকালে মুম্বইয়ের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। রেখে গেলেন স্ত্রী মনোরোমা এবং পুত্র রাহুল শর্মাকে। পুত্র রাহুলও বাবার পদাঙ্ক অনুসরণ করে বর্তমানে প্রতিষ্ঠিত সন্তুরবাদক।
জম্মু-কাশ্মীরের এক সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন শিবকুমার। তাঁর বাবা উমা দত্তশর্মা ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই বাবার কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা শুরু। সন্তুর নিয়ে অনেক গবেষণা করার পরই উমা দত্তশর্মা ঠিক করেন শিবকুমারকে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুরবাদক হিসেবে তৈরি করবেন। সেইমতো ১৩ বছর বয়স থেকেই সন্তুর প্রশিক্ষণ শুরু করেন শিবকুমার। তিনি নিজেও সন্তুর নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন।
উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সন্তুরের আগে তেমন কদর না থাকলেও, তিনিই সন্তুরকে শাস্ত্রীয় সঙ্গীতের মূলধারায় নিয়ে এসেছিলেন। ক্রমশ দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্ব তাঁর সন্তুরের সুরের মূর্ছনায় মুগ্ধ হতে শুরু করে। পরবর্তীকালে কাশ্মীর থেকে মুম্বইয়ের চলে আসেন শিবকুমার। গোটা বিশ্বে তাঁর সন্তুরের সুর ছড়িয়ে পড়লেও তাঁর কর্মক্ষেত্র ছিল মুম্বই। হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে বলিউডে একের পর এক সিনেমায় কালজয়ী সুর সৃষ্টি করেছেন শিবপ্রসাদ। তারমধ্যে অন্যতম হল ‘সিলসিলা’। দীর্ঘ জীবনে পেয়েছেন অসংখ্য সম্মান। ২০০১ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। এছাড়াও সংগীত নাটক একাডেমি-সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। আমেরিকা সাম্মানিক নাগরিকত্ব দিয়েছিল শিবকুমার শর্মাকে।