প্রয়াত শাপুরজি পালোনজি গ্রুপের চেয়ারম্যান, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
Connect with us

দেশের খবর

প্রয়াত শাপুরজি পালোনজি গ্রুপের চেয়ারম্যান, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রয়াত হলেন দেশের প্রবীণ বিশিষ্ট শিল্পপতি Pallonji Mistry। মঙ্গলবার মুম্বইতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

দেশের সবথেকে পুরোনো এবং সেরা শিল্প সংস্থাগুলির মধ্যে অন্যতম হল শাপুরজি পালোনজি গ্রুপ। তিনি এই পালোনজি গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ১৫০ বছরের পুরোনো এই সংস্থাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে Pallonji Mistry নিজেই অগ্রণী ভূমিকা পালন করেন। শিল্পক্ষেত্রে তাঁর এই অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়।

টাটা গোষ্ঠীর হোল্ডিং কোম্পানি টাটা সন্সে পালোনজির ১৮.৪ শতাংশ শেয়ার ছিল তাঁর। গুজরাটের এক পারসি পরিবারে পালোনজির জন্ম। ফোবর্স পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শিল্পপতিদের মধ্যে তাঁর স্থান ছিল ১৪৩ নম্বরে। যদিও পালোনজি পরবর্তীকালে আয়ারল্যান্ডে চলে যান। সেখানে গিয়ে তিনি সেখানকার নাগরিকত্ব অর্জন করেন।

Advertisement

আরও পড়ুন: মুম্বইতে বহুতল ভেঙে মৃত ২, পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আদিত্য ঠাকরে

১৫০ বছরেরও বেশি পুরানো শাপুরজি-পালোনজি গ্রুপ ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক সংস্থা। পালোনজি মিস্ত্রির হাত ধরে এই সংস্থা শিখরে পৌঁছয়। ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও পরিকাঠামো, আবাসন, জল, শক্তি এবং আর্থিক পরিষেবা খাতে ব্যবসা রয়েছে এই গ্রুপের। বিশ্বের অন্তত ৫০টি দেশে বিস্তৃত শাপুরজি-পালোনজির ব্যবসা।

পালোনজির বড় ছেলে শাপুরজি বর্তমানে শাপুরজি-পালোনজি গ্রুপের চেয়ারম্যান। ছোট ছেলে সাইরাস মিস্ত্রি ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন। পালোনজি মিস্ত্রি ১৯২৯ সালে একটি পারসি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা মুম্বইতে। উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজে যান। মাত্র ১৮ বছর বয়সে তিনি তাঁর বাবার সঙ্গে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে এদিন শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: অযোধ্যায় উদ্ধার ১৮ গ্রেনেড, রাম জন্মভূমিতে নাশকতার ছক? 

Advertisement

এদিন এক টুইট বার্তায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ”পালোনজি মিস্ত্রির মৃত্যুতে আমি গভীরভাবে শোকহত। তিনি শিল্প ও বাণিজ্য জগতে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাঁর পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীদের প্রতি আমার সমবেদনা রইল। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি”।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.