বাংলার খবর
রাজ্য জুড়ে পথ দুর্ঘটনায় মৃত ৩

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর আহত এক। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সোনামুখী থানার ধানশিমলা পঞ্চায়েত এলাকায়। মৃত বাইক আরোহীর নাম সোমনাথ বাগ। তাঁর বয়স আনুমানিক ২৯ বছর। অন্যদিকে আহত ব্যক্তির নাম সুমন কনার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সোনামুখী থেকে বোড়ল বান্দি গ্রামে ফিরছিলেন সোমনাথ বাগ। তাঁর বাইকের পেছনে ছিল আরো এক যাত্রী। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারলে গুরুতর আহত হন দুজনেই। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ এবং দু’জনকেই উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সোমনাথ বাগ নামে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পরে মৃতদেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। সম্প্রতিককালে দুর্ঘটনার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেয়েছে ওই এলাকায়। কিন্তু তার পরেও পুলিশ প্রশাসনের সেই অর্থে কোন নজরদারী নেই এমনটাই মত এলাকাবাসীর।
অন্যদিকে, রাজগঞ্জে পথ দুর্ঘটনার কবলে বাউল গানের দল। মৃত দুই। আহত ৬। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সকলকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এরা সকলেই নদীয়া জেলার বাসিন্দা। কোচবিহার জেলার তুফানগঞ্জে অনুষ্ঠান করতে এসেছিল এরা।