বাংলার খবর
রায়গঞ্জে দুর্ঘটনার কবলে যাত্রীবাহি বাস, মৃত ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাতসকালে দুর্ঘটনার কবলে কলকাতা-শিলিগুড়ি গামী যাত্রীবাহি বাস। বাস উল্টে মৃত ১। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের আধিকারিকরা। উদ্ধারকার্যে সাহায্য স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দমকল কর্মীরা।
উল্লেখ্য, বুধবার সকাল ৬টা নাগাদ রায়গঞ্জের ঘুঘুডাঙা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৭০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসটি কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। এদিন সকালে ঘুঘুডাঙ্গার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এমনকি বাসের সিটের নীচে একাধিক দেহ আটকে থাকার সন্দেহ করছে পুলিশ। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকল বাহিনীও। উদ্ধারকার্যে সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও।
তবে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। পৌঁছে যায় দমকলও। বাসের চালক এবং কনডাক্টরের পরিচয় এখনও পাওয়া যায়নি। সনাক্ত করার কাজ বাকি রয়েছে উদ্ধার হওয়া দেহটিরও। তবে যাত্রীদের অনুমান, চালক ঘুমিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।