বাংলার খবর
ব্যাটারিতে আগুন জ্বালাতেই বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, প্রাণ গেল খুদের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জঞ্জালের স্তুপে পড়ে থাকা ব্যাটারিতে আগুন জ্বালাতেই বিপত্তি। বেঘোরে প্রাণ গেল সাড়ে তিন বছরের খুদের। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, মালদহ জেলার কালিয়াচক থানার কানাইনগর গ্রামে।
এদিকে আচমকা বিস্ফোরণের জেরে আতঙ্কিত হয়ে পড়েন গোটা এলাকার বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের কানাইনগর গ্রামে। জানা গিয়েছে, ব্যাটারি বিস্ফোরণের পর বেশ কিছুক্ষণ জখম অবস্থায় রাস্তার ধারে পড়ে ছিল ওই শিশু। তা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College and Hospital) নিয়ে যান। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ওই শিশুর নাম সুরজ মণ্ডল।
আরও পড়ুন: অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে আটকে বাংলার পুণ্যার্থীরা, নবান্নে চালু করা হল হেল্পলাইন
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সুরজ শুক্রবার বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেখানে কিছু কাগজ ও বাড়ির জঞ্জাল ফেলে আগুন ধরিয়েছিল প্রতিবেশী এক ব্যক্তি। আর সেই জঞ্জালের মধ্যেই ছিল মোবাইলের ব্যাটারি। আগুনের তাপে তা ফেটে যায়। সেই সময় আগুনের পাশেই দাঁড়িয়ে ছিল সুরজ।
আরও পড়ুন: অমরনাথে নিখোঁজ হাওড়ার তিন মহিলা, উদ্বিগ্ন পরিবার
আরও জানা গিয়েছে, বিস্ফোরণে রীতিমতো জখম হয় ওই শিশু। গুরুতর জখম অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তার পাশে পড়েছিল সে। এরপরই বাড়ির লোকেরা ওই শিশুকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে থেকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এদিকে সেখানে নিয়ে যাওয়ার পরও শেষরক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।