বাংলার খবর
প্রেমিকাকে দামি উপহার দিতে ডাকাতি! পুলিশের জালে ৩ যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রেমিকা রাগ করলে সেই রাগ থামানোর জন্য বিভিন্ন বুদ্ধি অবলম্বন করেন প্রেমিকরা। কেউ ভালো কথা বলে রাগ ভাঙানোর চেষ্টা করেন, আবার কেউ উপহার দিয়ে। সেই রকমই এক প্রেমিকা রাগ করেছিলেন। আর তাঁর রাগ ভাঙানোর জন্য দামি উপহার দেওয়ার পরিকল্পনা করেন প্রেমিক।
কিন্তু দামি উপহার দিতে তো টাকা লাগবে। টাকা জোগাড় করে দামি গিফট কিনে দেওয়ার জন্য দুই বন্ধুকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেন প্রেমিক। ডাকাতি করে পুলিশের হাতে গ্রেফতার হলেন প্রেমিক-সহ তিন জন। ঘটনাটি ঘটেছে দিল্লির সরোজিনী নগর এলাকায়। ধৃত তিন অভিযুক্ত হলেন আরকে পুরমের বাসিন্দা শুভম (২০), নিজামুদ্দিনের বাসিন্দা আসিফ (১৯) এবং জামিয়া নগরের বাসিন্দা শরিয়াফুল মোল্লা (৪১)। শুভম তার প্রেমিকাকে গিফট দেওয়ার জন্য এই দু’জনকে সঙ্গে নিয়ে সরোজিনী নগর এলাকার আদিত্য কুমার নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করতে যায়। আদিত্য কুমার এক বেসরকারি বহুজাতিক সংস্থার সিইও।
জানা গিয়েছে কলিং বেলের আওয়াজ শুনে আদিত্য দরজা খুলতেই পিস্তল দেখিয়ে বাড়ির ভিতরে ঢুকে ডাকাতি করেন শুভম ও তাঁর সাগরেদরা। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় আদিত্যর সঙ্গে ওই তিন ডাকাতের ধস্তাধস্তিও হয়। তারপরও ল্যাপটপ, মোবাইল, ঘড়ি, নগদ টাকা এবং আরও দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ওই তিন ডাকাত। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন আদিত্য কুমার। পুলিশ ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এবং কিছু টাকা এবং ল্যাপটপ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ডাকাতির কথা স্বীকার করেছেন। প্রেমিকাকে দামি গিফট দেওয়ার জন্যই যে তাঁরা ডাকাতি করেছেন বলেও জানিয়েছেন। এছাড়া আর কোথাও তারা ডাকাতি করেছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। শুভম এর আগে মোবাইল চুরির ঘটনায় জেলে ছিলেন। গত নভেম্বরেই ছাড়া পেয়েছিলেন তিনি। জেলে থাকাকালীনই তাঁর সঙ্গে আসিফের আলাপ হয়েছিল বলেও পুলিশি জেরায় স্বীকার করেছেন শুভম।