বাংলার খবর
চিড়িয়াখানার রক্ষীকে মেরে ‘প্রেমিক’ সিংহকে নিয়ে পালাল সিংহী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চিড়িয়াখানার এক কর্মীকে হত্যা করে সঙ্গীকে নিয়ে পালাল সিংহী। এতদিন শোনা যেত, মানুষ তাঁর সঙ্গীর জন্য অনেক কিছুই করতে পারে। কিন্তু এখানে চিত্রটা একদম অন্যরকম। এক সিংহী তার সঙ্গী সিংহকে নিয়ে পালাল।
চিড়িয়াখানার বদ্ধ পরিবেশ তাদের পছন্দ ছিল না, তাই এমন সিদ্ধান্ত! জানা গিয়েছে, এক সিংহ এবং তার সঙ্গী সিংহীকে ধরে নিয়ে আসা হয়েছিল ইরাকের আরাক শহরের এক চিড়িয়াখানায়। এই যুগলকে ধরে আনা হলেও হয়তো মন থেকে মানতে পারেনি। বছরখানেকের বেশি সময় ধরে এই যুগল চিড়িয়াখানার একটি খাঁচায় বন্দী ছিল। বনের রাজা রানীকে জোর করে ধরে আনাটা মোটেও ঠিক হয়নি, সেটা বোঝানোর জন্য সিংহীর সঙ্গীর গর্জনই ছিল যথেষ্ট। কিন্তু সে যে সঠিক সুযোগ এবং সময়ের অপেক্ষায় আছে, সেটা কেউই ঠাওর করে উঠতে পারেনি।সেই সুযোগ সে পেল, যখন চিড়িয়াখানার ওই কর্মী তাদের খাবার দিতে গিয়েছিল।
তখন খাঁচার দরজা ছিল খোলা। বহু অপেক্ষার পর এমন সুযোগ আর কি হাতছাড়া করা যায়, না উচিত! সিংহীটি কোনও ভাবেই সুযোগ হাতছাড়া করেনি। প্রথমেই সে ঝাঁপিয়ে পরে ওই কর্মীর ওপর। তার অব্যর্থ থাবার আঘাতেই মৃত্যু হয় চিড়িয়াখানার ওই রক্ষীর। এরপর সে তার ঘুমন্ত সঙ্গী সিংহকে জাগায় এবং তাকে নিয়ে পালিয়ে যায়। এই কথা জানার সঙ্গে সঙ্গেই শহরে জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্যপ্রাণী বিভাগের কর্মীরা তাদের সন্ধান শুরু করে। অনেক খোঁজার পর, শেষে এই যুগলের সন্ধান পাওয়া যায় আরাক শহরের একদম শেষ প্রান্তে। তারপর তাদের আবার চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।