হাতির হানায় অতিষ্ঠ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন মহেন্দ্র
Connect with us

বাংলার খবর

হাতির হানায় অতিষ্ঠ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন মহেন্দ্র

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হুলাপার্টিতে কাজ করার সময় হাতির আক্রমণে ভেঙে গিয়েছিল শিরদাঁড়া। গত ১২ বছর ধরে সেই নরক যন্ত্রণায় ভুগছেন মহেন্দ্র মাহাতো। বাঘমুন্ডি থানার তুন্তুরি সুইসা অঞ্চলের পীড়রগড়িয়া গ্রামের বাসিন্দা তিনি। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা চাইছেন মহেন্দ্র। 

 ২০১০ সালের ২০মে। বনদফতরের হুলা পার্টিতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন মহেন্দ্র। সেই সময় দল ছুট এক দাঁতাল হাতি তাণ্ডব চালাচ্ছিলো গ্রামে। গ্রামবাসীদেরকে ওই দাঁতালের হাত থেকে রক্ষা করতে নিজের প্রাণ বিপন্ন করে সেদিন হাতি তাড়াতে এগিয়ে গিয়েছিল মহেন্দ্র। সঙ্গে ছিলেন বনদফতরের কর্মীরা। হাতি তাড়াতে গিয়ে এমন ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেননি ৪১ বছরের মহেন্দ্র মাহাতো।

গ্রামের কাছেই ওই দাঁতাল হাতির মুখোমুখি পড়ে যান তিনি। শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয় দাঁতাল হাতি। ভেঙে যায় মহেন্দ্রর শিড়দাঁড়া। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এরপর কোমড়ের নীচ থেকে সম্পূর্ণভাবে অসাড় হয়ে যায়। রাঁচির রাজেন্দ্র মেডিকেল কলেজে শুরু হয় চিকিৎসা। সেখানে ২৬ দিনের লড়াইয়ের পর জীবন বাঁচলেও, আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। সেই সময় একেবারের জন্যও মহেন্দ্র পাশে পাননি বনদফতরকে।

Advertisement

আরও পড়ুন: জিটিএ নির্বাচনে ১০ আসনে লড়বে তৃণমূল, প্রার্থী ঘোষণা অরূপের

তবুও থেমে থাকেননি তিনি। দক্ষিণ ভারতে দীর্ঘ দু’মাস চিকিৎসা চলে। তাতেও, উঠে দাঁড়াতে পারেননি মহেন্দ্র। বাড়ি ঘর জমি গরু ছাগল, একে একে বিক্রি হয়ে গেছে সব। সর্বস্বান্ত হয়ে যায় পরিবার। মা বাবা নেই, দাদা বৌদির সংসারে মহেন্দ্র বড়ই অসহায়। স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।  মহেন্দ্র এখন সম্পূর্ণ শয্যাশায়ী। 

মহেন্দ্র জানিয়েছেন,বনদফতরের থেকে ২০১৭ সালে মাত্র ১ লাখ টাকা আর্থিক সাহায্য পেয়েছিলেন তিনি। ব্যাস ওইটুকুই! তারপর স্থানীয় নেতা থেকে শুরু করে মন্ত্রী, সকলকে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এমনকি কেউ তাঁর খোঁজও নেয়নি বলে আক্ষেপ করেছে মহেন্দ্র। তবে হাল ছাড়তে নারাজ তিনি। সারাদিন বিছানায় শুয়ে জীবন যুদ্ধে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে মহেন্দ্র।

Advertisement

আরও পড়ুন: ছুটিতে আসবে বলে জীবন থেকেই নিয়ে নিল ছুটি, বাড়ি ফিরল বাপ্পাদিত্য খুঁটিয়ার নিথর দেহ

  বিধানসভা নির্বাচনের পর এই প্রথম পুরুলিয়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানে প্রশাসনিক বৈঠক ও মঙ্গলবার কর্মীসভা রয়েছে। এই সফরে একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার দেখা করতে চান তিনি। তাঁর বিশ্বাস,মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে বদলে যাবে তাঁর জীবন। 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.