Viral Video: ট্রেনের ইঞ্জিন থেকে বেরোচ্ছে আগুনের ফুলকি, তারপর যা করলেন প্যাসেঞ্জাররা
Connect with us

ভাইরাল খবর

Viral Video: ট্রেনের ইঞ্জিন থেকে বেরোচ্ছে আগুনের ফুলকি, তারপর যা করলেন প্যাসেঞ্জাররা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস: স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে দাউ-দাউ করে জ্বলে উঠল আগুন। তারপর যা হল দেখলে শিউরে উঠবেন আপনিও। শনিবার দুপুরে সংবাদ সংস্থা ‘ANI’-এর শেয়ার করা একটি ভিডিওতে ধরা পড়েছে সেই ছবি। মাত্র ৩৭ সেকেন্ডের ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সাহরানপুর-দিল্লিগামী একটি প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশেরে দৌলতপুর স্টেশনে। তারপরে যা হল দেখলে আঁতকে উঠবেন আপনিও। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা ওই ট্রেনটির একটি ইঞ্জিনে হঠাৎ করেই দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। ঘটনায় মুহুর্তের মধ্যে দৌলতপুর স্টেশনের আকাশ বিশাল কালো ধোঁয়ার চাদরে ঢেকে যায়।

শুধু তাই নয়, এরপর দেখা গিয়েছে, ক্ষতিগ্রস্ত দু’টি ইঞ্জিন থেকে ট্রেনের বাকি কোচগুলিকে রক্ষা করতে ওই ট্রেনের যাত্রীরাই ট্রেনটিকে ঠেলতে শুরু করেন। এমনকি তাঁরা ঠেলতে-ঠেলতে ট্রেনটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে দাঁড় করায়। যদিও এই ঘটনায় কোনওরকম হতাহতের খবর মেলেনি। তবে ঠিক কি কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর ওয়াই কে ঝাঁ।

আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ব্যাপক পরিমাণে ভাইরাল হতে থাকে নেটিজেনদের মধ্যে। শুধু ভাইরাল-ই নয়, ANI-এর টুইটারে শেয়ার করা ওই ভিডিওটিতে প্রায় ৩৫ হাজারের উপরে ভিউজ হতে থাকে এবং অনেকেই লাইক,কমেন্টের মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন।

Advertisement