আন্তর্জাতিক
কৌতূক অভিনেতা থেকে ইউক্রেন প্রেসিডেন্ট, জানুন জেলেন্সকির জীবনের কিছু অজানা তথ্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা ১০ দিন ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামের প্রধান বিষয়বস্তুই হল রুশ-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইউক্রেনের আকাশে-বাতাসে এখন শুধুই কালো ধোঁয়া আর মুহুর্মুহ কানে বাজছে সাইরেনের শব্দ। চারিদিকে শুধুই চাপা আতঙ্ক,উত্তেজনা আর উদ্বেগের পরিবেশ। ব্যর্থ হয়েছে রুশ-ইউক্রেন শান্তি চুক্তি।
এই অবস্থায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার প্রধান বিষয়বস্তু হিসেবে উঠে আসছে একজনের নাম। তিনি আর কেউ নন। তিনি হলেন বর্তমান ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেন্সকি (Volodymyr Zelensky)। তবে তিনি প্রথম জীবন থেকেই কোনও রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতেন না। তাঁর এই ইউক্রেনের সর্বাধিনায়ক হয়ে ওঠার পিছনে রয়েছে আরও এক অজানা কাহিনী।
আসুন তাহলে জেনে নিই কী সেই অজানা তথ্য?
বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম থেকে জানা গিয়েছে যে, ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে প্রথম জীবনে জেলেন্সকি একজন কৌতুক অভিনেতা হিসেবে কাজ করতেন। ইউক্রেনের বিভিন্ন কমেডিয়ান সিরিয়ালে তাঁকে বহুবার অভিনয় করতে দেখা গিয়েছে। আর তাঁর এই কেরিয়ার জীবন সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ট্রেন্ডে রয়েছে।
শুধু তাই নয়, ইউক্রেনের একটি জনপ্রিয় প্রচারমূলক ভিডিওটিতে প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেখানো হয়েছে। যিনি বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে তার প্রতিরক্ষায় ইউক্রেনীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও অন্য একটি টুইট ভিডিওতে দেখা গিয়েছে, ভয়েস ওভারের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে নিজে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘হ্যালো আমার প্রিয় বন্ধুরা। আমি, ভোলোদিমির জেলেনস্কি। চমৎকার, ক্যারিশম্যাটিক, বন্ধুত্বপূর্ণ ‘বেয়ার প্যাডিংটনকে’ আমার কণ্ঠস্বর ধার দেব।
শুধু তাই নয়, ইউক্রেন প্রেসিডেন্ট হিসেবে তাঁর উত্থান যেন অনেকটা সিনেমার মতোন। বাস্তবে সিনেমাকেই যেন নিজের জীবনে তুলে ধরেছেন তিনি। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি নিজেকে সকলের সামনে জনগণের সেবক বলে প্রচার করতেন। যদিও সবকিছুকে ছাপিয়ে রুশ আগ্রাসন থেকে ইউক্রেনবাসীকে কীভাবে তিনি উদ্ধার করবেন সেইদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।