ফের স্বমহিমায় ভুবন বাদ্যকর, হাসপাতাল থেকে ফিরেই বাঁধলেন নতুন গান
Connect with us

বাংলার খবর

ফের স্বমহিমায় ভুবন বাদ্যকর, হাসপাতাল থেকে ফিরেই বাঁধলেন নতুন গান

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তাঁর গানের জন্য নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল তিনি। ট্রেন্ডিং সেনশনে রয়েছেন তিনি। তাঁর গান জয় করেছে আট থেকে আশি সকলের মন। আর কারও কথা বলছি না! কথা হচ্ছে ‘কাঁচাবাদাম’ খ্যাত গায়ক ভুবন বাদ্যকরকে নিয়ে।

অতিসম্প্রতি ‘বাদাম,বাদাম দাদা কাঁচা বাদাম…’ গানটি গেয়ে নেটপাড়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। তাঁর এই ভাইরাল হওয়া গান প্রশংসা কুড়িয়েছে অসংখ্য মানুষের। টলি থেকে বলি এমনকি কেন্দ্রীয় মন্ত্রীও টুইট করে ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তাঁর ভাইরাল হওয়া এই গানে কোমর দুলিয়েছেন নায়ক-নায়িকারাও। এমনকি এই গান গেয়ে অসংখ্য ভারতীয়ের মন জিতে নিয়েছেন তাঞ্জিনিয়ার বাসিন্দা কিলি পল এবং নিমা পল।

যদিও ভুবন বাদ্যকরের কাঁচাবাদাম গানটি আচভাইরাল হওয়ার কিছুদিনের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতে গিয়ে পথদুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভরতি হতে হয় তাঁকে। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এদিকে দুর্ঘটনার পর ফের জনসমক্ষে এলেন বীরভূমের ভুবন বাদ্যকর। সুস্থ হয়েই বেঁধে ফেললেন নতুন গান।

Advertisement

এদিন বোলপুরে এসে তিনি তাঁর নতুন গান ‘ডাইভার হতে ইচ্ছা করি’ গেয়ে শোনালেন। তবে তিনি তাঁর আগের মন্তব্য থেকে কিছুটা পিছু হঠেছেন। জানা গিয়েছে যদি মানুষ তাঁর গান পছন্দ না করেন সেক্ষেত্রে আবারও বাদাম বিক্রি করার কাজে নামবেন তিনি। পাশাপাশি এদিন ‘গোধূলিবেলা’ মিউজিক সংস্থার পক্ষ থেকে নতুন একটি গানের জন্য তাকে স্বাক্ষর করানো হয়।

এদিন তাঁর হাতে দেড় লাখ টাকা তুলে দেওয়া হয়। তাঁকে IPRS সদস্য করলেন গোধূলিবেলা মিউজিক সংস্থার কর্ণধার গোপাল ঘোষ। আগামী একমাসের মধ্যে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের নতুন গান আসতে চলেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

Advertisement