খেলা-ধূলা
আবারও মোহনবাগানের সভাপতি ‘চিরসবুজ’ টুটু বসু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সমস্ত জল্পনার অবসান। আবার মোহনবাগানের সভাপতি হলেন স্বপন সাধন বসু (টুটু)। বুধবার কার্যকারী কমিটির বৈঠক শেষে ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করেন মোহনবাগানের নব নির্বাচিত সচিব দেবাশিস দত্ত। নির্বাচনের পর কমিটিতে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে সভাপতির পদটি ফাঁকা রাখা হয়েছিল। সভাপতি নির্বাচন নিয়ে দীর্ঘ টালবাহানার পরে অবশেষে ফের প্রাক্তন সচিব টুটু বসুকেই সভাপতি হিসেবে নির্বাচন করল নতুন কমিটি। আগে দেবাশিস দত্ত বলেছিলেন, ‘মোহনবাগানের সভ্য-সমর্থকদের মধ্যে অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার যোগ্য। সেই কারণে সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে সময় লাগছে। কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিতে দেরি করায়, ক্লাবের বার্ষিক সাধারণ সভাতেও সভাপতি হিসেবে কেউ ছিলেন না। বয়সজনীত কারণে টুটু বসুকে সভাপতি নির্বাচন করা নিয়ে আপত্তি ছিল অনেকেরই।’ তবে সেই আপত্তি উড়িয়ে বুধবার টুটু বসুর নাম সভাপতি হিসেবে ঘোষণা করে দিল মোহনবাগান। সভাপতি হিসেবে টুটু বসুর নাম ঘোষণা করতে গিয়ে বুধবার সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘এই নিয়ে প্রত্যেক মাসেই আমরা মিটিং করেছি। আজ সভাপতির নাম আমরা ঠিক করেছি। টুটু বসুই মোহনবাগানের সভাপতি থাকছেন।’
আবারও সভাপতি নির্বাচিত হয়ে টুটু বসুও জানিয়ে দিলেন, ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর। এক বিবৃতিতে টুটু বসু লিখেছেন, ‘নব নির্বাচিত কমিটি আমাকে সভাপতি হওয়ার যে দায়িত্ব দিয়েছে, তা গ্রহণ করতে পেরে আমি খুশি এবং আপ্লুত। প্রায় দু’দশক আগে আমি দেবাশিসকে ক্লাবের পরিচালন সমিতিতে এনেছিলাম। ক্লাবের আই লিগ জেতা, লিগ থেকে বাদ দেওয়ার পর আবার ফিরে আসা, ক্লাবের ইতিহাসে প্রথম বার বিদেশি ফুটবলার নিয়ে আসা এবং এ রকম আরও অনেক গুরুত্বপূর্ণ সময়ে ও আমার পাশে থেকেছে। আমি সম্পূর্ণ ভাবে বিশ্বাস করি যে ক্লাবের সচিব, কমিটির সদস্য এবং আমি নিজে ক্লাবকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারব, যাতে আরও অনেক কীর্তি আমরা অর্জন করতে পারি। এখন আমার বয়স হয়েছে। অনেক অসুখের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু ক্লাবের সদস্য এবং সমর্থকদের কাছে আমি এখনও চিরসবুজ তরুণের মতো। সম্পূর্ণ দায়বদ্ধতার সঙ্গেই ক্লাবের সেবা করে যাব।’