ATK Mohun Bagan vs Emami East Bengal: ডার্বি সমর্থকরা ইলিশ-চিংড়ি নিয়ে তৈরি রাস্তা কাঁপাচ্ছে
Connect with us

খেলা-ধূলা

ATK Mohun Bagan vs Emami East Bengal: ডার্বি সমর্থকরা ইলিশ-চিংড়ি নিয়ে তৈরি রাস্তা কাঁপাচ্ছে

Rate this post

খেলাধুলা : বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় লড়াই হল কলকাতা ডার্বি (Kolkata Derby), যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) এবং ইমামি ইস্ট বেঙ্গল (Emami East Bengal) একে অপরের বিরুদ্ধে মাঠে নামে। আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে (Durand Cup 2022) সেই লড়াই হবে, আর এই নিয়ে উৎসবে মেতেছে গোটা কলকাতার তরুণ তরুণীরা। আজ মুখোমুখি হতে সবুজ মেরুন ও লাল হলুদ জার্সি, কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ইতিমধ্যে কড়া নজরে রেখেছে কলকাতা পুলিশ। এই ডুরান্ড কাপে প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসি-র কাছে হেরেছে এটিকে মোহনবাগান এবং পরের ম্যাচে মুম্বই সিটির সঙ্গে ড্র করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল যথাক্রমে ভারতীয় নৌবাহিনী এবং রাজস্থানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইনের মূল উদ্বেগের বিষয় এটাই যে সুযোগ পেলেও দলের ফরোয়ার্ডরা গোল করতে যে কেন ব্যর্থ হচ্ছেন!

অপরদিকে, লিস্টন কোলাকোর মতো খেলোয়াড় যে দলে রয়েছেন সেই মোহনবাগান দলের গুণমান নিয়ে সন্দেহ করার কোন জায়গা নেই। এছাড়াওহুগো বুমোস এবং আশিক কুরুনিয়ান প্রতিটি খেলায় প্রচুর সুযোগ তৈরি করেন, তার প্রমান মাঠে মিলেছে। এবার গ্যাফার জুয়ান ফেরানডোর প্রধান উদ্বেগের বিষয় হল তাঁরা ভাল খেলেও কিন্তু ম্যাচ জিততে পারেননি।

পাঠকদের কিছু প্রশ্নের উত্তর

Advertisement

কলকাতা ডার্বি কবে রয়েছে?

ডুরান্ড কাপে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal )বনাম এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মধ্যে কলকাতা ডার্বি ম্যাচ খেলা হবে ২৮ অগাস্ট রবিবার, ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়।

কোথায় বা কোন মাঠে কলকাতা ডার্বি খেলা হবে?

Advertisement

ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal )বনাম এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মধ্যে ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) খেলা হবে।

ইমামি ইস্ট বেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচ ঠিক কখন শুরু হবে?

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের মধ্যে ডুরান্ড কাপ কলকাতা ডার্বি (Kolkata Derby) ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়।

Advertisement

কিভাবে বা কোন টিভি চ্যানেল কলকাতা ডার্বি ইমামি ইস্ট বেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচ সম্প্রচার করবে?

ইমামি ইস্ট বেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্য়াচ Sports18 1 SD & HD চ্যানেলে সরাসরি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন  থেকে সম্প্রচার করা হবে। এছাড়াও Sports18 Khel চ্যানেলে হিন্দিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। আর বাংলায় ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে News18 বাংলায়। এছাড়া লাইভ অনলাইন দেখতে পাওয়া যাবে Voot অ্যাপ এবং ওয়েবসাইটে ।

Advertisement