খেলা-ধূলা
কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েকদিন আগেই কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে চার বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি। তখন থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল তাহলে এবার কি পর্তুগালের পালা। কারণ, কাতার বিশ্বকাপ নিশ্চিত করতে পর্তুগালকে হারাতে হতো ইতালিকে ছিটকে দেওয়া নর্থ ম্যাসিডনিয়াকে। কিন্তু সেই আশঙ্কাকে উড়িয়ে কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেল পর্তুগাল। ঘরের মাঠে নর্থ ম্যাসিডনিয়াকে ২-০ গোলে হারাল রোনাল্ডোর দেশ। বিশ্ব ফুটবলের বর্তমান দুই মহাতারকাকে নিয়েই যে কাতার বিশ্বকাপ হচ্ছে, তাও নিশ্চিত হয়ে গেল। গত বছরের ১৬ নভেম্বর বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।
অপেক্ষা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কেরিয়ারের পঞ্চম এবং হয়তো শেষ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলেন ক্রিশ্চিয়ানো। ম্যাচের দু’টো গোলই করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজ। ম্যচের ৩২ মিনিটের মাথায় বক্সে বল সাজিয়ে দেন রোনাল্ডো। সেই বলে গোল করতে ভুল করেননি ব্রুনোব্রুনো। এরপর ম্যাচের ৬৫ মিনিটে দিয়েগো জোটার কোনাকুনি বাড়ানো বল পেয়ে জালে জড়িয়ে দিয়ে বিশ্বকাপে পর্তুগালের খেলা নিশ্চিত করেন ব্রুনো।
আরও পড়ুন: সিএসকে-এর অধিনায়কত্ব জাদেজার হাতে তুলে দিলেন ধোনি, এটাই কি মাহির শেষ আইপিএল!
অন্যদিকে পর্তুগালের বিশ্বকাপে পৌঁছানের দিনে মহম্মদ সালহার দেশ মিশর বিশ্বকাপ থেকে ছিটকে গেল। সেনেগাল বনাম মিশরের মধ্যে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন সালহা। যদিও শট নেওয়ার আগে তাঁর মুখে লেজার আলো মারা হয় বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে, কাতার বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ড। সুইডেনকে ২-০ গোলে হারায় পোল্যান্ড। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পোল্যান্ডকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। ৭২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জেলেনস্কি।