রাতারাতি বদল ঐতিহ্যবাহী পার্কের নাম, কাঠ গড়ায় রেল কর্তৃপক্ষ
Connect with us

বাংলার খবর

রাতারাতি বদল ঐতিহ্যবাহী পার্কের নাম, কাঠ গড়ায় রেল কর্তৃপক্ষ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রেলওয়ে পার্কের নাম পরিবর্তন করল মালদহ রেলওয়ে ডিভিশন। যা নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

 পুরোনো নাম রাখার দাবি জানিয়ে মালদহ রেলওয়ে ডিভিশন ম্যানেজারকে চিঠি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শুধু তাই নয়, রেলওয়ে পার্কটি বেসরকারিকরন করার উদ্যোগ নিয়েছে রেল দফতর। এমন অভিযোগ তুলে আন্দোলনের জন্য কোমর বাঁধছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যদিও এই বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। পুরো বিষয়টি এড়িয়ে গেছেন রেলওয়ে ডিভিশন ম্যানেজার।

জানা গিয়েছে,  ১৯৮২সালে প্রয়াত কংগ্রেস নেতা তথা তৎকালীন রেলমন্ত্রী এবি গনি খান চৌধুরী মালদহ টাউন স্টেশন সংলগ্ন এলাকায় এই পার্কটি তৈরি করেছিলেন। যার নামকরণ করা হয়েছিল একদা বাংলা তথা গৌড়বঙ্গের রাজা হুসেন শাহের নামে। কিন্তু মালদহ রেলওয়ে ডিভিশনের কর্তারা সেই নাম পরিবর্তন করে দিয়েছেন বলে দাবী করেন কৃষ্ণেন্দু  নারায়ণ চৌধুরী।

Advertisement

আরও পড়ুন: মেঘাচ্ছন্ন আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

তিনি বলেন, ”মালদহের রূপকার ছিলেন এবিগনি খান চৌধুরী। তাঁর স্মৃতিবিজরিত এই পার্ক। গনিখান চৌধুরীর আবেগের সঙ্গে মালদহবাসীর আবেগ জড়িয়ে রয়েছে এই পার্কটি নিয়ে। তার নাম পরিবর্তন করা ঠিক হয়নি। তাই চিঠি দিয়ে আপত্তি জানিয়ে পুরোনো নাম বহাল রাখার দাবি জানিয়েছি”।

তিনি আরও বলেন, ”এইভাবে মালদহবাসীর মন থেকে এবি গনি খান চৌধুরীকে মুছে ফেলা সম্ভব নয়।”  অন্য দিকে, ইংরেজবাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্র নাথ তেওয়ারী একধাপ এগিয়ে দাবি করেন, পার্কটি এক এজেন্সিকে দিয়ে দেওয়া হয়েছে। কার্যত বেসরকারিকরণের ষড়যন্ত্র করছে মালদহ রেলওয়ে ডিভিশন।

Advertisement

আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী! গেটম্যানের তৎপরতায় প্রাণ বাঁচল

তাই এ বি গনি খান চৌধুরীর স্মৃতিজড়িত এই পার্ককে রক্ষা করতে পথে নেমে আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। মালদহবাসীর ভাবাবেগ নিয়ে রেলদফতরের এমন ষড়যন্ত্রের প্রতিবাদ জানাবে শহর তৃণমূল কংগ্রেস। যদিও এই  বিষয়টি নিয়ে মালদহ রেলওয়ে ডিভিশনের ম্যানেজার কোনও মন্তব্য করতে চান নি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.