সাহিত্য
জেনে রাখুন (03.06.2023) আজকের ১০টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্নের উত্তর
কখন কে প্রশ্ন করে বসে বা চাকরি পরীক্ষায় সাধারণ জ্ঞান নিয়ে সবসময়ই প্রশ্ন হয়ে থাকে তাই এবার থেকে বেঙ্গল এক্সপ্রেস এ প্রতিদিন প্রকাশিত হয় কারেন্ট অ্যাফেয়ার্স

কখন কে প্রশ্ন করে বসে বা চাকরি পরীক্ষায় সাধারণ জ্ঞান নিয়ে সবসময়ই প্রশ্ন হয়ে থাকে তাই এবার থেকে বেঙ্গল এক্সপ্রেস এ প্রতিদিন প্রকাশিত হয় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিছু প্রশ্নের উত্তর আমরা মনে করি এই প্রশ্নের উত্তরগুলি যদি পাঠকদের জানা থাকে তাহলে যে কোন সময় চটপট উত্তর দিয়ে দিতে পারবে তারা চলুন দেখে নেওয়া যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলির উত্তর.
- Solar Energy Corporation of India Limited (SECI)-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অজয় যাদব (Ajay Yadav)
- UCO Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন অশ্বনী কুমার (Ashwani Kumar )
- India-EU Connectivity Conference আয়োজিত হলো মেঘালয়ে
- ভারতে প্রথম ডায়াবেটিক (Diabetic Patient) রোগীদের জন্য বীমা পরিষেবা লঞ্চ করলো Bajaj Allianz কোম্পানি
- তুর্কির রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন Recep Tayyip Erdoğan
- রামায়ণ মহোৎসব – (Ramayan Mahotsav 2023) অনুষ্ঠিত হবে ছত্তিশগড়ে
- মহারাষ্ট্রের আহমেদনগর (Ahmednagar) নাম পরিবর্তন করে রাখা হবে “অহল্যা নগর” (Ahalya Nagar)
- প্যাকেটের প্রতিটা সিগারেটে স্বাস্থ্য সতর্কতা প্রিন্ট করা বিশ্বের প্রথম দেশ হলো কানাডা (Canada)
- ফোর্বসের Most Valuable Club in the World for 2022 তালিকায় শীর্ষস্থানে রয়েছে Real Madrid
- প্রথম মহিলা NCC ক্যাডেট হিসেবে পর্বতারোহণ কোর্স সম্পূর্ণ করলেন শালিনী সিং (Shalini Singh)
কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রতিদিনই আমাদের বেঙ্গলি এক্সপ্রেসের পাতায় নজর রাখুন আশা করি আপনাদের প্রয়োজনে আসবে এই প্রতিবেদনটি