আন্তর্জাতিক
১ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ১ ফেব্রুয়ারি, এই দিনটির বিশেষত্ব কী, তা দেখে নেওয়া যাক।
আজ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন:
১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারি তেলেগু সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা ব্রহ্মানন্দম জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালের আজকের দিনে জনপ্রিয় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের আজকের দিনে রাজনীতিবিদ, গায়ক ও অভিনেতা মনোজ তিওয়ারি জন্মগ্রহণ করেন। তিনি উত্তর পূর্ব দিল্লির বিজেপি সাংসদ। ১৯৭১ সালের আজকের দিনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন। ১৯৭৯ সালের আজকের দিনে নরওয়েজিয়ান অভিনেত্রী এবং ভারতীয় বংশোদ্ভূত মডেল মাহেক চাহাল জন্মগ্রহণ করেন। তিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯১৪ সালের ১ ফেব্রুয়ারি অবতার কিশান হাঙ্গলের জন্মদিন। তিনি হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা এবং টেলিভিশন শিল্পী। প্রায় ২২৫ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:
১৮৮২ সালের আজকের দিনে নাইন সিং রাওয়াতের মৃত্যু হয়েছিল। তিনি ছিলেন ১৯ শতকের শেষের দিকের ভারতীয় অভিযাত্রীদের মধ্যে একজন। ১৯৮২ সালের ১ ফেব্রুয়ারি সাঁওতালি ভাষায় ব্যবহৃত ‘অলচিকি’ লিপির আবিষ্কারক পন্ডিত রঘুনাথ মুর্মু প্রয়াত হন। ২০০৩ সালের আজকের দিনেই মৃত্যু হয়েছিল কল্পনা চাওলার। তিনি ছিলেন একজন নভোচর। তানি ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা, যিনি মহাকাশে যান। ২০১০ সালের আজকের দিনে মৃত্যু হয় সুবীর রাহার। তিনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রাক্তন ডিরেক্টর এবং প্রাক্তন চেয়ারম্যান এবং তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের এমডি ছিলেন।
আর যে সকল কারণে আজকের দিনটি বিশেষ:
১৮৮৪ সালের ১ ফেব্রুয়ারি অক্সফোর্ড ইংরেজি অভিধানের প্রধান অংশ প্রকাশিত হয়েছিল।