৩ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নেব
Connect with us

আন্তর্জাতিক

৩ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নেব

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ৩ ফেব্রুয়ারি। এই দিনটি কোন কোন দিক থেকে বিশেষ, তা জেনে নেব।

আজ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তির জন্মদিন:

১৯৩৮ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রহমান। ১৯৫৭ সালের আজকের দিনে আরেক বলিউড অভিনেত্রী দীপ্তি নভাল জন্মগ্রহণ করেছিলেন। ১৯০৬ সালের আজকের দিনে জর্জ অ্যাডামসন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন লেখক। ১৯৬৩ সালের এই দিনটি অর্থনীতিবিদ রঘুরাম রাজনের জন্মদিন। ১৯৯২ সালের আজকের দিনে ভারতীয় ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু জন্মগ্রহণ করেছিলেন।

Advertisement

আজ যাঁদের মৃত্যুবার্ষিকী

১৯৬৯ সালের আজকের দিনে ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ সিএন আন্নাদুরাই প্রয়াত হন। তিনি একজন ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ। তিনি তৎকালীন মাদ্রাজের ৭ম মুখ্যমন্ত্রীও ছিলেন। ১৯৮৪ সালের এইদিনে ভারতীয় কূটনীতিক রবীন্দ্র মাত্রের মৃত্যু হয়। ২০১২ সালের আজকের দিনটি ভারতীয় পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার রাজ কানওয়ারের মৃত্যু দিন। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ এবং মধ্য প্রদেশের ২৩তম রাজ্যপালন বলরাম জাখর প্রয়াত হয়েছিলেন।

আর যে সকল কারণে আজকের দিনটি বিশেষ:

Advertisement

১৯২৫ সালের আজকের দিনে ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু হয়। ১৯২৮ সালের আজকের দিনে ইতিহাসে বহু চর্চিত সাইমন কমিশনের আগমন হয়েছিল।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.