আন্তর্জাতিক
২৯ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ২৯ জানুয়ারি। আজকের এই দিনটি কোন কোন কারণে বিশেষ, তা জেনে নেব।
আজ যাঁদের জন্মদিন:
১৯২০ সালের ২৯ জানুয়ারি তেলেগু লেখক, সুরকার এবং কবি বলন্ত্রাপু রজনীকান্ত রাও জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫৪ সালের আজকের দিনে মুজি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন জামাইকান আধ্যাত্মিক শিক্ষক। ১৯৬১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট শিল্পপতি তথা আরপি গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা।
১৯৭০ সালের আজকের দিনে অলিম্পিক্সে পদকজয়ী শুটার রাজ্যবর্ধন সিং রাঠোর জন্মগ্রহণ করেন। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং পরে কেন্দ্রীয় মন্ত্রী হন। ১৯৮২ সালের আজকের দিনে মীরা বাসুদেবন জন্মগ্রহণ করেন। তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী। তিনি তামিল, হিন্দি এবং তেলেগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৮ সালের আজকের দিনে অভিনেতা ঋষভ সিনহা, যিনি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তিনি জন্মগ্রহণ করেন।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী
১৯৬৮ সালের ২৯ জানুয়ারি ডানহাতি স্ট্রোক-প্লেয়ার এলপি জয় সুন্দরের মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের আজকের দিনে প্রয়াত হন পান্ডারি বাই। তিনি ছিলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী। তাঁর বেশিরভাগ ছবিই ১৯৫০, ১৯৬০ এবং ১৯৭০ এর দশকে কন্নড় ভাষায়। ২০০৮ সালের আজকের দিনে মৃত্যু হয় ভরথ গোপীর। তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক ছিলেন। ২০১০ সালের আজকের দিনে রাজস্থানের রাজনীতিবিদ রাম নিবাস মির্ধা প্রয়াত হন।
অন্যান্য যে সকল কারণে আজকের দিনটি বিশেষ:
১৫৯৫ সালে উইলিয়াম শেক্সপিয়রের নাটক “রোমিও অ্যান্ড জুলিয়েট” আজকের দিনে প্রথম পরিবেশন করা হয়েছিল বলে মনে করা হয়।