দেশের খবর
ভার্জিনিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত তিন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রাশ্চাত্য দেশে প্রায়ই বন্দুকবাজের হামলার খবর পাওয়া যায়। কখনও হামলা হয় শপিং মলে, মেট্রো স্টেশনে বা স্কুল-কলেজে। বন্দুকবাজের হামলায় অনেক সময় আহত-নিহতের খবরও পাওয়া যায়। এবার ভার্জিনিয়ায় এক কলেজে বন্দুকবাজের হামলা।
গত, মঙ্গলবার এই ঘটনায় মৃত্যু হয়েছে এনফোর্সমেন্ট অফিসার এবং ক্যাম্পাস সেফটি অফিসারের। পাশাপাশি, মিনেসোটায় একটি স্কুলেও বন্দুকবাজের হামলায় এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক পড়ুয়া। ভার্জিনিয়ার ব্রিজওয়াটার কলেজে বন্দুকবাজ হানা দেয়।
হামলার খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছায়। বন্দুকবাজ তখনকার মতো পালিয়ে গেলেও পরে ধরা পড়ে। ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আলেকজান্ডার ওয়াট ক্যাম্পবেল। অন্যদিকে, মিনেসোটার স্কুলে বন্দুকবাজের হামলায় এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বন্দুকবাজ সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।