আন্তর্জাতিক
২৭ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২৭ জানুয়ারি দিনটি কেন বিশেষ তা জেনে নিন।
আজ যাঁদের জন্মদিন:
১৮৮৬ সালের ২৭ জানুয়ারি ভারতীয় শিক্ষাবিদ এবং আইনবিদ রাধাবিনোদ পাল জন্মগ্রহণ করেছিলেন। ১৯০৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সবিতা আম্বেদকর। যিনি ছিলেন বাবাসাহেব আম্বেদকরের স্ত্রী। ১৯২৮ সালের আজকের দিনে ইংরেজ অভিনেতা ও চিত্রনাট্যকার মাইকেল ক্রেগ জন্মগ্রহণ করেছিলেন।
১৯৬৭ সালের আজকের দিনে প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র-পুত্র ববি দেওল জন্মগ্রহণ করেন। তিনি নিজেও একজন জনপ্রিয় অভিনেতা। ১৯৬৯ সালের আজকের দিনে বিশিষ্ট পরিচালক বিক্রম ভাট জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। ১৯৯২ সালের ২৭ জানুয়ারি বাস্কেটবল খেলোয়াড় অমজ্যোত সিং জন্মগ্রহণ করেছিলেন।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:
১৫৫৬ সালের আজকের দিনে মোঘল সম্রাট হুমায়ুন ওরফে নাসিরুদ্দিন মহম্মদ হুমায়ুন আজকের দিনে প্রয়াত হন। ১৯৭৯ সালের এই দিনে মৃত্যু হয়েছিল কালান্দর বাবা আউলিয়ার। যিনি ছিলেন একজন মাস্টার। ২০০৯ সালের ২৭ জানুয়ারি ভারতের ৮ তম রাষ্ট্রপতি আর ভেঙ্কটারমন প্রয়াত হয়েছিলেন।
আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:
১৯২১ সালের আজকের দিনে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। ১৯৬৩ সালের এই দিনে লতা মঙ্গেশকর প্রথমবার ‘অ্যাই মেরে ওয়াতন কে লোগো’ গানটি গেয়েছিলেন। পরমাণু শক্তি উৎপাদনের প্রথম ইউনিট কালপাক্কামে শুরু হয় ১৯৮৪ সালের আজকের দিনেই। ১৯৯৬ সালে পৃথ্বী, সারফেস টু, সারফেস মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছিল।