আন্তর্জাতিক
৪ ফেব্রুয়ারি দিনটি কেন বিশেষ, তা দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ৪ ফেব্রুয়ারি। এই দিনটির বিশেষত্বগুলি আমরা জানবো।
আজ যাঁদের জন্মদিন:
১৯২৫ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বলিউড অভিনেতা প্রদীপ কুমার। তিনি একাধিক হিন্দি, ইংরেজি এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৩১ সালের আজকের দিনে হিন্দি ছবির অভিনেত্রী নিরূপা রায় জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪১ সালের এই দিনটি অঞ্জনা মুমতাজের জন্মদিন। তিনি বহু হিন্দি ও গুজরাতি ছবিতে অভিনয় করেছেন। ১৯৫২ সালের আজকের দিনেই হিন্দি ও তেলেগু চলচ্চিত্র অভিনেত্রী ডেইজি ইরানি জন্মগ্রহণ করেন। ১৯৫৭ স সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন গুরুদাস মান।
তিনি একজন গায়ক, কোরিওগ্রাফার, গীতিকার এবং অভিনেতা ছিলেন। ১৯৬৫ সালের আজকের দিনে বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলির জন্ম হয়। অভিনয়ের পাশাপাশি তিনি প্লেব্যাক এবং প্রযোজনাও করেন। ১৯৮৩ সালের আজকের দিনে অভিনেতা ও গায়ক প্রশান্ত তামাং জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮৪ সালের আজকের দিনে চলচ্চিত্র অভিনেতা, সমাজসেবী, প্রযোজক জিভা জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮৭ সালের আজকের দিনে ২০০৬ সালের মিস ইন্ডিয়া ফাইনালিস্ট ঐশ্বরিয়া সাখুজা জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রীও।
আজ যাঁদের মৃত্যুদিন:
১৯৭৪ সালের ২ ফেব্রুয়ারি তাত্ত্বিক পদার্থবিদ্যার বিশেষজ্ঞ তথা ভারতীয় পদার্থবিদ সত্যেন্দ্র নাথ বসু প্রয়াত হয়েছিলেন। ১৯৯৭ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেতা রবি ঘোষ প্রয়াত হন। ২০০২ সালে চলচ্চিত্র ‘আলবেলা’ এবং ‘শোলা জো ভাদকে’ গানের জন্য সর্বজন পরিচিত অভিনেতা ভগবান দাদার আজকের দিনে মৃত্যু হয়েছিল।
আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:
১৮৫৯ সালে মিশরে কোডেক্স সিনাটিকাস আবিষ্কৃত হয় আজকের দিনেই। ২০০৪ সালে মার্ক জুকারবার্গ তাঁর হার্ভার্ড ডরমেটরি রুম থেকে ফেসবুক চালু করেছিলেন এই দিনেই। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করতে প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় ‘বিশ্ব ক্যান্সার দিবস’।