৭ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন
Connect with us

আন্তর্জাতিক

৭ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ৭ ফেব্রুয়ারি। এই দিনটি কেন বিশেষ এবং স্মরণীয়, তা জেনে নিন।

আজ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন:

১৮৯৮ সালের ৭ ফেব্রুয়ারি আম্বেদকরের প্রথম স্ত্রী রমাবাই ভীমরাও আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন। ১৯০২ সালের এই দিনেই তামিল লেখক দেবনেয়া পাভানার জন্মগ্রহণ করেন। তিনি ৩৫ টিরও বেশি বই লিখেছেন। ১৯৩৩ সালের আজকের দিনে কিদাম্বি শ্রীকান্ত জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। ১৯৩৪ সালের আজকের দিনে অভিনেতা ও প্রযোজক সুজিত কুমার জন্মগ্রহণ করেছিলেন।

Advertisement

১৯৩৮ সালের আজকের দিনে পলিটব্যুরো সদস্য এবং সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক এস রামচন্দ্রন পিল্লাই জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালের এই দিনে জন্ম হয়েছিল অশোক ব্যাঙ্কারের। তিনি একজন সাংবাদিক, লেখক এবং চিত্রনাট্যকার। ১৯৮৬ সালের আজকের দিনে অভিনেত্রী শিখা সিং জন্মগ্রহণ করেছিলেন। তিনি সাহসী মহিলা যোদ্ধা ‘শিখন্দিনির’ চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। ১৯৯৩ সালের আজকের দিনে অভিনেত্রী শাফাক নাজ জন্মগ্রহণ করেন।

আজ যাঁদের মৃত্যুদিন:

ভারতের স্বাধীনতা সংগ্রামের বিখ্যাত বিপ্লবী শচীন্দ্র নাথ সান্যাল ১৯৪২ সালের এই দিনে প্রয়াত হন। ১৯৬৫ সালের আজকের দিনে হিন্দুস্তানি ভোকাল মিউজিকের প্রখ্যাত ভারতীয় সুরকার ও সুরকার বলওয়ান্ত ভাট প্রয়াত হন। আধুনিক বাংলা সাহিত্যের ভারতীয় লেখক এবং একজন সিভিল ইঞ্জিনিয়ার নারায়ণ সান্যাল ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন।

Advertisement

আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:

১৯৪০ সালের আজকের দিনে দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্যের অ্যানিমেটেড ওয়াল্ট ডিজনি ফিল্ম, পিনোচিও-এর প্রিমিয়ার হয়। ১৯৬৪ সালের আজকের দিনে প্যান অ্যাম ইয়াঙ্কি ক্লিপার লন্ডন হিথ্রো থেকে বিটলস ফ্লাইট নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে অবতরণ করে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে যান। ৭ ফেব্রুয়ারি এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা প্রচারের জন্য জাতীয় এইচআইভি/এইডস সচেতনতা দিবস পালিত হয়। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে হিসাবে পালিত হয়।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.