বাংলার খবর
বাম আমলে চিরকুট দিয়ে চাকরি, সব তথ্য প্রকাশের হুঁশিয়ারি মমতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঝাড়গ্রামের কর্মীসভা থেকে আবারও বিজেপি, সিপিআইএম কে একযোগে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ৩৪ বছরের বাম শাসনে চিরকুট দিয়ে চাকরি পাওয়া যেত বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বাম আমলে সমস্ত দুর্নীতি একে একে প্রকাশ করবেন বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে ভোটে হেরে বিজেপি দেশে তুঘলকী শাসন চালাচ্ছে এবং ২০২৪ লোকসভা ভোটে হারবে জেনেই কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভয় দেখাচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসএসসি গ্রুপ ‘সি’, গ্রুপ ‘ডি’ এবং নবম ও দশম শ্রেণীর নিয়োগের দুর্নীতিতে জেরবার রাজ্য সরকার। এসএসসি দুর্নীতি মামলায় বুধবার সাড়ে তিন ঘণ্টা ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। এর মধ্যেই বৃহস্পতিবার তার পাল্টা হিসাবেই সিপিআইএম ও বিজেপি কে একযোগে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। কার্যত হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘৩৪ বছরে সিপিআইএম-এর আমলে চিরকুট দিয়ে চাকরি হতে দেখেছি। একটা চিরকূট দিয়ে ট্রান্সফার করত। সিপিএমের ৩৪ বছর আমি অনেক খোঁজ নিয়েছি। একে একে সব প্রকাশ করব। ভদ্রতার খাতিরে এতদিন কিছু বলিনি। কাজ করতে গেলে কেউ ভুল করলে সংশোধন করার সুযোগ দেওয়া উচিত। আইন আইনের মতো কাজ করা উচিত। ‘
এরপরই বিজেপি কে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি ভোটে জিততে না পেরে বাংলার বদনাম করছে। কয়েকটা কেন্দ্রীয় সংস্থাকে নিয়ে ওরা গোটা দেশে তুঘলকি শাসন চালাচ্ছে। গায়ের জোরে সমস্ত সাংবিধানিক সংস্থাকে দখল করতে চাইছে। বিজেপি বাংলার বদনাম করছে। ২০২৪ এর লোকসভা ভোটে হারবে জেনে সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। মানুষের বাঁচার অধিকার নেই, নাগরিক অধিকার নেই, স্বাধীনতার অধিকার নেই। সব অধিকারকে বিজেপি খর্ব করেছে। যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিজেপির লোক ছাড়া কেউ যাবে না। বড় বড় কথা বলছে। গায়ের জোরে জুলুম করে বিজেপি যদি মনে তৃণমূলকে স্তব্দ করবে, তবে পারবে না। কারণ, তৃণমূল জব্দ করে, স্তব্ধ হয় না। এখানে হেরে গিয়ে ভয় পাচ্ছে। ২০২৪ এ লোকসভা জিততে হবে না? তাই এখন থেকে মিথ্যে কথা বলছে। তাই সিপিএম, কংগ্রেস, বিজেপি কে ক্ষমা করবেন না। ওরা হল জগাই, মাধাই, গদাই।’