বাংলার খবর
SSC দুর্নীতি: বৃহস্পতিবার দুপুর ১২’টার মধ্যে আদালতে নথি জমা দেওয়ার নির্দেশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বুধবার সন্ধ্যেয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় CBI দফতরে হাজিরা দিতেই হঠাৎ করে বুধবার রাতে SSC-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার।
এদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদের রদবদলের পর চাকরি প্রার্থীদের নথি সংরক্ষণের দাবিকে মান্যতা দিয়ে চাকরি প্রার্থীদের পক্ষেই রায় দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নজিরবিহীন ভাবে মাঝরাতে SSC মামলা নিয়ে বসে আদালত।
মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন যে, চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে বৃহস্পতিবার দুপুর ১ টা পর্যন্ত কেউ SSC ভবনে ঢুকতে পারবেন না। এই সময়ের মধ্যে কেউ যাতে CCTV-এর ফুটেজ নষ্ট করে দিতে না পারেন তার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার দুপুর ১২’টার মধ্যে সমস্ত নথি আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘চোর ধরো জেলে ভরো’, শিক্ষক দুর্নীতি মামলায় পথে বাম-যুব সংগঠন
অন্যদিকে, এসএসসি ভবনের নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার মধ্যরাত থেকে রাত ২.৫০ মিনিট নাগাদ আচার্য সদনের দখল নেয় কেন্দ্রীয় বাহিনী। আচার্য সদনে রাজ্য আর্মড পুলিসের সঙ্গে দুজন বেসরকারি নিরাপত্তারক্ষী ছিলেন। SSC-র সচিব কে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে CCTV ফুটেজ আদালতে জমা দেওয়ার জন্য।
আরও পড়ুন: পায়ে-পায়ে বিপদ, আদালত অবমাননায় আরও বিপাকে পরেশ অধিকারী
জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই মামলায় কোনও নথি যাতে এদিক-ওদিক না হতে পারে তার জন্য ssc ভবনের আচার্য সদনের মূলফটক সিল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আচার্য সদনের বাইরে থাকা সমস্ত দোকানপাট বৃহস্পতিবার সারাদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।