বাংলার খবর
টুইটারে মমতাকে আনফলো করল আইপ্যাক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তৃণমূল কংগ্রেস এবং আই প্যাকের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। গত কলকাতা পুরসভার নির্বাচনের সময় প্রার্থী ঠিক করা নিয়ে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে বিবাদ হয়।
এই বিবাদের জেরে পিকের ঠিক করা প্রার্থীর নাম বাতিল করে তৃণমূল কংগ্রেস। এরপর ১০৮ পৌরসভার প্রার্থী ঠিক করা নিয়ে পিকে এবং তৃণমূল কংগ্রেসের বিবাদ চরমে ওঠে। পৌরসভার প্রার্থীর দু’টি তালিকা বের হয়। প্রথমে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল তা পিকে’র সংস্থার তৈরি বলে সূত্র মারফত জানা গিয়েছে। পরে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সীর সই করা একটি প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। সেই তালিকাটি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত বলেই দাবি করা হয়। এর পরই পিকে বনাম তৃণমূলের সংঘাত সামনে চলে আসে। তৃণমূল একাধিক নেতা ও মন্ত্রী পিকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেন।
এমনকি বর্ষীয়ান সাংসদ সৌগত রায় জানিয়ে দেন, তৃণমূলের সঙ্গে পিকের সংস্থার চুক্তি শেষ হয়ে গিয়েছে। সেই নিয়েও তৈরি হয় বিতর্ক। পিকে তখন পরিষ্কার জানিয়ে দেন, পৌরসভার প্রার্থী তাদের ঠিক করা নয়। এর পর থেকেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সোশ্যাল মিডিয়ার পেজ আইপ্যাক চালাত, সেগুলোতে প্রচার বন্ধ হয়ে যায়। এমনকি গোয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের কোনও কিছুই তারা আপলোড করেনি। তখন থেকেই বোঝা যাচ্ছিল, হয়তো তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক-এর সম্পর্ক শেষ হতে চলেছে। তবে, অনেকেই সেটা মানতে রাজি নয়। কারণ, পিকের আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ২০২৬ পর্যন্ত চুক্তি আছে। সেই জল্পনার মাঝেই টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করল পিকে-এর সংস্থা। এখন দেখার আইপ্যাক এবং তৃণমূলের চুক্তি বতিল হয় কি না!