বাংলার খবর
ভোটের আগেই আরও একটি পৌরসভা তৃণমূলের দখলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত। আরও একটি পৌরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার দিনই দু’টো পৌরসভায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। রাজ্যের ১০৮ পৌরসভার নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি।
কিন্তু পৌরসভা নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল ৪ পৌরসভা দখল করল। বজবজ, সাঁইথিয়া, দিনহাটার পর এবার সিউড়ি পৌরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল ঘাসফুল শিবির। সিউড়ির ২১টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে সিপিএম এবং বিজেপি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ফলে তৃণমূলের দখলে চলে এলো সিংহভাগ ওয়ার্ড। ফলে স্বাভাবিকভাবেই সিউড়িতে পুরবোর্ড গঠন করার ক্ষমতা পেল রাজ্যের শাসক দল।
কার্যত পৌরভোট শুরুর আগে যেভাবে জয় পাচ্ছে তৃণমূল, তাতে তাদের আত্মবিশ্বাস বাড়ছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু অন্যদিকে, এই জয় নিয়ে বিতর্কও তৈরি হচ্ছে। বিরোধীরা ব্যাপকভাবে প্রতিবাদ জানাচ্ছেন এই জয়ের। তাদের দাবি, রাজ্য শাসকদল সন্ত্রাস করে, ভয় দেখিয়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি এবং তাদের মনোনয়ন প্রত্যাহার করতে হুমকি দিচ্ছে।