দেশের খবর
তৃণমূল বা দলের কোনও নেতার ডিজিটাল হ্যান্ডেল নিয়ন্ত্রণ করে না আইপ্যাক, জানিয়ে দিল প্রশান্ত কিশোরের সংস্থা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক একেবারে তলানিতে এসে পৌঁছেছে। এবং তা চলে এসেছে একদম জনসমক্ষে। ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে তৃণমূলের অন্দরেই চলছে বিতর্ক। দলের নেতা-মন্ত্রীরা প্রকাশ্যেই এই নিয়ে মন্তব্য, পাল্টা মন্তব্য করে চলেছেন।
যা সামাল দিতে আসরে নামতে হয়েছে খোদ ফিরহাদ হাকিমকেও। এরমধ্যেই শুক্রবার, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতির সমর্থনে পোস্ট করা হয়েছে। তাও আবার ফেসবুকের কভার ফটোতে। এছাড়াও তৃণমূলের কিছু যুবনেতাও এই পোস্ট করেছেন। তারমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো, মাসতুতো ভাই-বোনেরাও রয়েছেন। এই নিয়ে বিতর্ক দানা বাঁধে। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, তিনি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করেন না। নিয়ন্ত্রণ করে আইপ্যাক। এবং তাঁর অজ্ঞাতসারেই এটা করা হয়েছে।
তাঁকে না জানিয়েই আইপ্যাক এই কাজটা করেছে। শেষমেষ এই দুই পোস্টই মুছে দেয়া হয়। এর কিছুক্ষণ পরেই আইপ্যাকের তরফ থেকে টুইটারে জানিয়ে দেওয়া হয়, আইপ্যাক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল বা কোনও নেতার ডিজিটাল হ্যান্ডেল নিয়ন্ত্রণ করে না। যদি কেউ এই ধরণের কোনও দাবি করে থাকেন তবে হয় তিনি না জেনে বলছেন, অথবা ডাহা মিথ্যা কথা বলছেন। সেই সঙ্গে আইপ্যাকের তরফে আরও বলা হয়েছে, কীভাবে তৃণমূলের নেতা-নেত্রীদের ডিজিটাল হ্যান্ডেল অপব্যবহারের অভিযোগ উঠছে, সেই বিষয়টি খতিয়ে দেখার জন্যও তৃণমূল শিবিরকে পরামর্শ দিয়েছে আইপ্যাক। তবে আইপ্যাকের পক্ষ থেকে এই টুইট বার্তায় কারও নাম নেওয়া হয়নি। তবে এটা পরিষ্কার, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্দেশ্যেই প্রশান্ত কিশোরের সংস্থা এই কড়া বার্তা দিয়েছে।