নিউটাউনে এয়ারক্রাফট মিউজিয়ামের, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Connect with us

বাংলার খবর

নিউটাউনে এয়ারক্রাফট মিউজিয়ামের, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের মধ্যে দ্বিতীয় রাজ্য হিসেবে বাংলায় এয়ারক্রাফট মিউজিয়াম। ভারতীয় নৌ-বাহিনীর বিশেষ বিমানের মধ্যে গড়ে তোলা হয়েছে এই সংগ্রহশালা।

বুধবার উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসে বিশেষ এই মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিশাখাপত্তনমে এই রকম একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে। সেখানের দর্শকদের মধ্যে একটা বড় অংশই এ রাজ্যের বাসিন্দা।

এবার কলকাতাতেও এই রকমই দ্বিতীয় মিউজিয়াম তৈরি হতে চলেছে। আগামী দিনে এই মিউজিয়ামটিও অনেক বেশি জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে ৷ ২০১৯ সালে ডিসেম্বর মাসে রাজ্যের সঙ্গে মিউজিয়ামে তৈরির বিষয়ে আলোচনাও চূড়ান্ত হয়ে যায়।

Advertisement

আরও পড়ুন: ফুচকা বিক্রি করে স্বপ্নের সিঁড়িতে সৌম্যদীপ

২০২০ সালের জানুয়ারির শেষের দিকে বিমানটিকে আনার ব্যবস্থা করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে থেকেই মিউজিয়ামটি জনগণের জন্য খুলে দেওয়া হতে পারে। এমনই ইঙ্গিত মিলেছে হিডকো, এনকেডিএ ও নৌবাহিনীর তরফ থেকে ৷ নৌবাহিনী কীভাবে কাজ করে? বিশাল সমুদ্রের মধ্যে কী ভাবে নজরদারি চালায়?

শত্রুর আক্রমণের মুখে কীভাবে প্রাচীর তৈরি করে দেশের নিরাপত্তা নিশ্চিত করে এ সবই জানার সুযোগ থাকবে এই মিউজিয়ামে। একই সঙ্গে বিমানের ভিতরে ঢুকে ভিতরের সরঞ্জাম দেখাটা তো অবশ্যই একটা বাড়তি পাওনা হবে। একই সঙ্গে দেশের জন্য নতুন প্রজন্মকে নৌবাহিনীতে আগ্রহ বাড়ানোটাও একটা উদ্দেশ্য।

Advertisement

আরও পড়ুন: অবৈধ সম্পর্ক, ঠাণ্ডা মাথায় স্বামীকে খুনের ছক স্ত্রীর

জানা গিয়েছে, বুধবার বিকেলে নিউটাউনে অবস্থিত নৌসেনার এই বিশেষ মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.