বাংলার খবর
প্রথমবার শিলিগুড়ি কর্পোরেশন তৃণমূলের, হারলেন অশোক ও শঙ্কর! মেয়র হচ্ছেন গৌতম দেব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০১১ সালে প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তারপর তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসলেও শিলিগুড়ি পুরসভার দখল কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অধরা ছিল। অবশেষে সেই শিলিগুড়ি পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে এল।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার শিলিগুড়ি পুরসভার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। ৪৭ আসনের মধ্যে ৩৭ টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল। বাকিদের ঝুলিতে গিয়েছে ১০টি আসন। তার মধ্যে বিজেপি পেয়েছে পাঁচটি, বামেরা চারটি এবং একজন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। শিলিগুড়ি পৌরভোটে একাধিক ইন্দ্রপতন ঘটেছে। পরাজিত হয়েছেন বিদায়ী মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। ৬ নম্বর ওয়ার্ডে তিনি তৃণমূলের আলম খানের কাছে ৪৮২ ভোটে পরাজিত হয়েছেন। আলম খান পেয়েছেন ১৯২৯ ভোট। সেখানে অশোক ভট্টাচার্য পেয়েছেন ১৪৪৭ ভোট। পরাজিত হয়েছিল শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। ২৪ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু তিনি তৃতীয় স্থান পেয়েছেন। ওই ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের প্রতুল চক্রবর্তী। তিনি পেয়েছেন ২১০২ ভোট।
২০৯১ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন নির্দল প্রার্থী বিকাশ সরকার। সেখানে ১৬১৯ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। ১২ নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছেন বিজেপি নিউ প্রার্থী নান্টু পাল। তিনি জেনেছেন তৃণমূলের বাসুদেব ঘোষের কাছে। তবে বিধানসভা ভোটে পরাজিত হলেও শিলিগুড়ির পুরভোটে জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। ৩৩ নম্বর ওয়ার্ডে তিনি নির্দল প্রার্থী বিজন সরকারকে ৩৪৩৬ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। গৌতম দেব পেয়েছেন ৪৮২০ ভোট। পরাজিত নির্দল প্রার্থী পেয়েছেন ১৩৮৪টি ভোট। শিলিগুড়ি পুরসভায় ক্ষমতায় আসতেই গৌতম দেবকে চেয়ারম্যান করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই মুকুটহীন হয়ে গেলেন এক সময়ের শিলিগুড়ির সম্রাট অশোক ভট্টাচার্য।
অশোক ভট্টাচার্যকে সামনে রেখেই লড়াই করেছিল বামেরা। কিন্তু ভোটের ফল দেখা যাচ্ছে বিরোধীরা ছন্নছাড়া। গণনা শুরু হতেই বিরোধীদের পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে শাসকদল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়িতে ৪৭.২৪ শতাংশ ভোট পেয়ে বোর্ড দখল করল তৃণমূল। ভোটের শতাংশে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তারা পেয়েছে ২৩.২৪ শতাংশ ভোট। তৃতীয় স্থানে নেমে গিয়েছে বামেরা। তারা পেয়েছে ১৮.২৮ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ৫.৩২ শতাংশ ভোট। প্রথমবার শিলিগুড়ি কর্পোরেশনের ক্ষমতা তৃণমূল দখল করার পর হবু মেয়র গৌতম দেব দলের এই বিশাল জয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘তুমি কেমন করে গান কর হে গুনি’ দিয়ে স্বাগত জানালেন। এবং এই জয় তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই উল্লেখ করেছেন।