হিজাব নিয়ে কড়া বার্তা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী!
Connect with us

ভাইরাল খবর

হিজাব নিয়ে কড়া বার্তা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক দিন ধরেই সারা দেশ উত্তাল হয়েছিল হিজাব বিতর্ক নিয়ে। এই বিতর্ক দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ঝড় তুলেছিল। এই হিজাব বিতর্ক শুরু হয়েছিল কর্ণাটকে। বিগত কয়েক দিন ধরেই কর্ণাটকের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে হিজাব বিতর্কে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তড়িঘড়ি কর্ণাটক সরকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেয়। মামলা করায় আদালতে। গত সপ্তাহেই কর্ণাটক হাইকোর্ট অন্তর্বর্তীকালীন রায়ে জানিয়ে দিয়েছে, যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন স্কুল ও কলেজে হিজাব বা গেরুয়া কাপড়ের মতো কোনও ধর্মীয় পোশাক পরে আসতে পারবেন না পড়ুয়ারা। তবে কর্ণাটক হাইকোর্টের নির্দেশে আগামীকাল থেকে সব স্কুল খুলে যাচ্ছে।

জানা গিয়েছে, দশম শ্রেণী পর্যন্ত ক্লাস হবে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়া জানিয়েছেন, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে যদি কেউ কোনও গন্ডগোল পাকায়, তাহলে তাঁর বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রাজ্য গোয়েন্দা দফতরের কর্তারাও সতর্ক রয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত স্কুল খোলার সিদ্ধান্ত নিলেও কবে কলেজ খুলবে সে ব্যাপারে এখনও কিছু জানাতে পারেননি কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তবে আগামী কয়েকদিনের মধ্যেই যে সমস্ত কলেজ খুলে যাবে, সে কথা তিনি জানান। খুব স্বাভাবিকভাবেই কর্ণাটকের পরিস্থিতির ওপর নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

Advertisement