বাংলার খবর
আসানসোলে পুরভোটে টাই! টস করে হল ভাগ্য নির্ধারণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাধারণত খেলার মাঠেই আমরা টস দেখে অভ্যস্ত। টসের মাধ্যমে অনেক দলের ভাগ্য নির্ধারণ হতেও দেখা গিয়েছে। কিন্তু এবার ভোটের লড়াইয়েও ভাগ্য নির্ধারণ টসের মাধ্যমে! এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল আসানসোল তথা রাজ্যের মানুষ।
গত ১২ তারিখ বিধান নগর, শিলিগুড়ি, চন্দনগর সহ পশ্চিম বর্ধমানের আসানসোল কর্পোরেশনেও নির্বাচন হয়েছিল। সোমবার সকাল থেকেই এই চার পুর নিগমের ভোট গণনা চলছে। কিন্তু আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডের ভোট গণনা শেষ হতেই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। সিপিআইএম এবং তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে গিয়েছে। অর্থাৎ টাই হয়েছে। ওই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী তনুশ্রী রায় পেয়েছেন ২ হাজার ৩৫৮ ভোট। তৃণমূল প্রার্থী আশা প্রসাদ পেয়েছেন সমসংখ্যক ভোট।
এবং বিজেপি প্রার্থী রেখা কুমারী শর্মা পেয়েছেন ১ হাজার ২ ভোট। তাই চূড়ান্ত ফয়সালা করতে শেষ পর্যন্ত করতে হল টস। আর টসে জিতে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন বিজেপির আশা প্রসাদ। সমসংখ্যক ভোট পেয়েও পরাজিত হলেন সিপিআইএম প্রার্থী। নির্বাচন আধিকারিকরা দু’টি সাদা কাগজে দুই দলের প্রার্থীর নাম লিখে একটি জারের মধ্যে রেখে একটি কাগজকে তুলে নেন। সেই কাগজে নাম ওঠে বিজেপি প্রার্থী আশা প্রসাদের। এবং তাঁকেই জয়ী বলে ঘোষণা করা হয়। টসের মাধ্যমে বিজেপি প্রার্থী আশা জয়ী হলেও সিপিআইএম প্রার্থী তনুশ্রী রায় হলেন আশাহত।