ফের বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল
Connect with us

বাংলার খবর

ফের বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের মালদার চাঁচোলে আরো প্রকট হল বিজেপির অন্দরের কলহো। দল ত্যাগ করলেন বিজেপির যুব মোর্চার মণ্ডল কমিটির কোষাধ্যক্ষ সন্দীপ পান্ডে। পুরনো কর্মীদের সাথে সৎ ছেলের মতো আচরণ। এই অভিযোগ তুলে দল ত্যাগ করলেন বিজেপির যুব মোর্চার ১২ নম্বর মন্ডল কমিটি কোষাধক্ষ্য সন্দীপ পান্ডে। উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রতন দাসের বিরুদ্ধে পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ।

সন্দীপ পান্ডে জানিয়েছেন, বর্তমানে জেলার জেনারেল সেক্রেটারি রতন দাস নিজের একটি গোষ্ঠী বানিয়ে ফেলেছেন। কেবলমাত্র তার গোষ্ঠীর কর্মীদের গুরুত্ব দেওয়া হয়। অন্যদের মানসিক নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দিয়ে একঘরে করে দেওয়ার চক্রান্ত চলছে। এমনকি তিনি জানান, জেলা সভাপতিকে ফোনে পাওয়া যায় না। সৎ ছেলের চেয়েও খারাপ ব্যবহার করা হচ্ছে পুরনো কর্মীদের সাথে।

তবে সন্দীপ পান্ডের এই অভিযোগ অস্বীকার করেছেন উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রতন দাস। তিনি জানিয়েছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পথ তৈরি করতেই এই সব করছেন তিনি। উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রতন দাস। অন্যদিকে, এই বিষয়ে উত্তর মালদার সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, ‘কাউকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এ কথা সঠিক নয়। নতুন এবং পুরাতনের মেলবন্ধনে এতদিন বিজেপি পার্টি চলে এসেছে আজও চলছে আগামী দিনেও চলবে। আমরা সকলের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করব।’

Advertisement

তবে বিজেপির এই অন্তর্কলহোকে কটাক্ষ করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু। তিনি বলেন, ‘বিজেপি ধান্দাবাজে ভরে গিয়েছে। প্রকৃত যারা বিজেপি করত তাঁরা কেউ আর বিজেপিতে থাকবেনা। যারা ইস্তফা দিয়েছেন তাঁরা সঠিক কাজ করেছেন। আমাদের দলে আসতে চাইলে আবেদন করুন। স্ক্রুটনি করে তাঁদের দলে নিয়ে নেওয়া হবে।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.