'অশনি'র প্রভাব, ঝলমলে আবহাওয়া দিঘায়
Connect with us

বাংলার খবর

‘অশনি’র প্রভাব, ঝলমলে আবহাওয়া দিঘায়

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শহরে আজ সকাল থেকে পরিষ্কার আকাশ থাকলেও, বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। এদিকে অশনি মোকাবিলায় সতর্ক প্রশাসন। সুন্দরবন থেকে শুরু করে দিঘা সৈকতে চলছে মাইকিং। অশনি সতর্কতায় লালবাজারে খোলা হল কন্ট্রোলরুম। পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর রয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’। এখন সেটা পুরী থেকে ৫৯০ কিলোমিটার রয়েছে। যার প্রভাবে বাংলায় শুরু হয়েছে বৃষ্টি। এ রাজ্যে টানা বৃষ্টি হতে পারে। ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর বিভিন্ন অংশেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আরও পড়ুন: গ্যাসের মূল্যবৃদ্ধিতে দুয়ারে ঘুঁটে তৃণমূলের

এদিকে ‘অশনি’র ফলে কেমন আবহাওয়া রয়েছে দিঘায়? আজ সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া দিঘায়। আর পাঁচটা দিনের মতন সমুদ্রতটে রয়েছে মানুষের ভিড়। তবে পর্যটকদের ভিড় জমলেও সমুদ্রে নামার অনুমতি নেই, সকাল থেকে সিভিক পুলিশকর্মী ও নুলিয়ারা বাঁশি হাতে নিয়ে সৈকতে ঘুরছেন।

Advertisement

‘অশনি’র ফলে কাঁথি থেকে মন্দারমণি, সমুদ্র উপকূলীয় অঞ্চলে সচেতনতামূলক প্রচার। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় আরও তৎপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সোমবার রাতেই এনডিআরএফের দুটি দল কাকদ্বীপে পৌঁছে গিয়েছে। এ ছাড়া এসডিআরএফের দুটি দল থাকবে সাগর ও পাথরপ্রতিমায়। পাশাপাশি মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে। আজ বেলা ১২টা নাগাদ জেলা শাসক পি উলগানাথন কাকদ্বীপে আসছেন। তিনি নামখানাতে সমন্বয় বৈঠক করবেন।

অন্যদিকে, ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তেলেঙ্গানায় আগামী দু’ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। হায়দ্রাবাদের কয়েকটি জায়গায় আগামী ৪-৫ দিন আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা রয়েছে। হতে পারে বৃষ্টি। বইবে দমকা ঝোড়ো হাওয়া। জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.