বাংলার খবর
আদিবাসী মহিলাদের স্বাবলম্বী করতে ঝাড়গ্রামে গরু বিতরণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গরু পালনের মাধ্যমে স্বাবলম্বী করতে সাঁকরাইলে গরু বিতরণ বিতরণ করা হল আদিবাসী মহিলাদের মধ্যে। মূলত মুন্ডা, ভূমিজ সম্প্রদায়ের মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফরের ট্রাইবাল সাব প্ল্যান বা টিএসপি প্রকল্পের মাধ্যমে মঙ্গলবার ২০ গরু তুলে দেওয়া হল মুন্ডা মহিলাদের হাতে। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিক্রমপুরের দু’টি সহায়ক দলের এই আদিবাসী মহিলারা যাতে এই সরকারি প্রকল্পের মাধ্যমে উন্নতি করতে পারেন সেই জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে। পিছিয়ে পড়া মুন্ডা সম্প্রদায়ের দুটি মহিলা সহায়ক দলের হাতে গরুগুলো তুলে দিলেন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস ও সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ।
বিডিও রথীন বিশ্বাস বলেন, পশু পালনের মাধ্যমে যেমন আর্থিক দিক দিয়ে উন্নতি লাভ করবেন পিছিয়ে পড়া মহিলারা। সেইসঙ্গে পর্যাপ্ত পরিমাণ দুধ উৎপন্ন হলে অপুষ্টিতে আর ভুগতে হবে না ওই এলাকার মানুষজনকে। এর ফলে ওই পরিবারগুলো বিশেষভাবে উপকৃত হবে। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ জানিয়েছেন, ওই পরিবারগুলোকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য সাঁকরাইল ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে আরও ২৮ দলকে গরু বিতরণ করা হবে। এবং চারটি গ্রুপকে ছাগল দেওয়া হবে।