কুড়মালি ভাষাতেও কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী! নিজেই জানালেন সে কথা
Connect with us

বাংলার খবর

কুড়মালি ভাষাতেও কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী! নিজেই জানালেন সে কথা

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিরলস সাহিত্য চর্চায় কিছুদিন আগেই ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য বাংলা অকাদেমির পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরই প্রথম পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি রিট্রিভার্সিপ পুরস্কার চালু করেছে। আর প্রথমবারই এই পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু বাংলাতেই নয়, কুড়মালি ভাষাতেও মুখ্যমন্ত্রীর লেখা কবিতা রয়েছে। মঙ্গলবার পুরুলিয়ায় কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে নিজেই এই কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে পুরুলিয়া এবং সমগ্ৰ জঙ্গল মহলের জন্য সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তারপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সব আঞ্চলিক ভাষাকেই সম্মান জানায়। আপনাদের কুড়মালি ভাষার স্বীকৃতির দাবি ছিল, করে দিয়েছি। আমি নিজেও কুড়মালি ভাষায় কবিতা লিখেছি। আদিবাসীদের জন্য সাঁওতালি ভাষায় পড়াশোনার সুযোগ আমরাই করে দিয়েছি।’

বাংলা, অসম, ওড়িশা, ছত্তীশগড়, ঝারখন্ডে বসবাসকারী কুড়মি সম্প্রদায়ের মানুষরাই কুড়মালি ভাষায় কথা বলেন। কুড়মালি ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছে একাধিক কুড়মি সংগঠন। এর আগে জঙ্গলমহলে একটি সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কুড়মিদের সমস্ত দাবি-দাওয়াগুলো খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সরকার। আর মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কুড়মালি ভাষায় তাঁর লেখা কবিতাও রয়েছে এবং সরকার কুড়মালি ভাষাকে স্বীকৃতিও দিয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.