কাশীপুরে নিহত যুবককে তৃণমূলের কর্মী বলে দাবি অতীন ঘোষের
Connect with us

বাংলার খবর

কাশীপুরে নিহত যুবককে তৃণমূলের কর্মী বলে দাবি অতীন ঘোষের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতা ২৬ বছর বয়সী অর্জুন চৌরাশিয়ার রহস্যমৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। মৃতের পরিবার এবং বিজেপি নেতৃত্ব দাবি করেছে, তৃণমূলের দুষ্কৃতিরাই অর্জুনকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুনাল ঘোষ এই ঘটনার জন্য পাল্টা বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছেন। তাঁর দাবি, বিজেপির হাতে কোনও ইস্যু নেই। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরে খুনের রাজনীতি করেই অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। এরমধ্যেই, মৃতকে তৃণমূলের কর্মী বলে দাবি করলেন কাশিপুরের বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

 

শুক্রবার সকালে কাশিপুর রেল কোয়ার্টারের এক পরিত্যক্ত বাড়ি থেকে অর্জুনের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে শুরু হয় স্থানীয়দের সঙ্গে পুলিশের বচসা ও ধাক্কাধাক্কি। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নয় গোটা এলাকা। পরে ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে প্রায় ৫ ঘণ্টা পর উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যান চৌবে সহ অন্যান্য দলীয় কর্মীরা তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুমন সিং ও বিধায়ক অতীন ঘোষ। তাঁরা পৌঁছতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অতীন ঘোষকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী এবং স্থানীয় লোকজন। পাল্টা বিজেপি কর্মীদের উদ্দেশ্যে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। এমনকী অতীন ঘোষকে ধাক্কা মারা হয় বলেও অভিযোগ।

Advertisement

 

তখনই অতীন ঘোষ দাবি করেন, মৃত ওই যুবককে নিজেদের কর্মী বলে মিথ্যে দাবি করছে বিজেপি। গত পুরভোটে অর্জুন তৃণমূলের প্রার্থী হয়েই কাজ করেছিলেন। পুরসভার ডেপুটি মেয়র বলেছেন, ‘গত পুরভোটে সুমন সিংয়ের হয়ে প্রচার করেছে অর্জুন। আমি ওর বাবাকেও চিনি। ওর বাবা কংগ্রেস করতেন। তিনিও একই ভাবে আত্মহত্যা করেছিলেন।’ কাউন্সিলর সুমন সিং বলেন, ‘অর্জুন একশো শতাংশ আমার হয়ে কাজ করেছে। আমি যে ক্লাবের সভাপতি, অর্জুন সেই ক্লাবেরই সক্রিয় সদস্য। সক্রিয় রাজনীতি করত না, কিন্তু আমার জন্য ও খুব খেটেছে।’

এদিকে বিজেপির দাবি অর্জুন ৬ নম্বর ওয়ার্ডে বিজেপির সক্রিয় সদস্য ছিলেন অর্জুন। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীকে দমদম বিমানবন্দরের স্বাগত জানানোর জন্য তাঁর নেতৃত্বে ২০০ বাইকের মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হয়ে যান অর্জুন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.