ভাইরাল খবর
অনৈতিকভাবে দুই নেতাকে বহিষ্কারের অভিযোগ, উত্তর দিনাজপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একমাস আগেই বিজেপি ছেড়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবার তাঁর অনুগামী নেতৃত্বদের দল থেকে অনৈতিকভাবে বহিষ্কার করার অভিযোগ উঠল এক মন্ডল সভাপতির বিরুদ্ধে। আর এই নিয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে।
রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যদিও বিষয়টি তাদের আভ্যন্তরীণ ব্যাপার এবং তা মিটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বিজেপির জেলা সভাপতি। বিজেপির এই দলীয় কোন্দল প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। তাদের দাবি, বিজেপি ধীরে ধীরে বাংলা থেকেই উঠে যাবে। রায়গঞ্জের বিধায়ক কিছুদিন আগেই বিজেপি ছাড়লেও এখনও নতুন কোনও দলে যোগ দেননি। তবে বহু বিজেপি কর্মী ও কার্যকর্তা বিজেপি ছেড়ে নাম লিখিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসে। বিজেপির কাছে এখন নিজের ঘর সামলানোর পাশাপাশি গোষ্ঠী কোন্দল মেটানোই সবচেয়ে বড় ও কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
উত্তর দিনাজপুর জেলা জুড়েই বিজেপির গোষ্ঠী কোন্দল তীব্র আকার ধারণ করেছে। রায়গঞ্জ ৩১ নম্বর মন্ডল সভাপতি আচমকাই বিজেপির সক্রিয় দুই নেতা সঞ্জয় কুমার দেব এবং সঞ্জয় শীলকে বহিষ্কার করেন। যদিও বিজেপির কোনও কার্যকর্তাকে বহিষ্কার করার এক্তিয়ার কোনও মন্ডল সভাপতির নেই। জেলা সভাপতিরও নেই। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী রাজ্য নেতৃত্ব এই সিদ্ধান্ত নিতে পারে। এই ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে জেলা বিজেপির কার্যকর্তাদের মধ্যে। সদ্য দল ছাড়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই প্রসঙ্গে বলেছেন, ‘আমার সাথে রায়গঞ্জের উন্নয়ন ও পরিষেবামূলক কাজকর্মে যুক্ত থাকার জন্য রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে ওই দুই নেতাকে বহিষ্কার করেছে।’
পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, ‘সাংসদ বা দলের যদি সাহস থাকে আমাকে বহিষ্কার করে দেখাক। আমি নিজেও শোকজের কোনও জবাব দিইনি।’ বিজেপির জেলা সভাপতি বাদুদেব সরকার যদিও ভুল স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ‘একজন মন্ডল সভাপতি কোনও কার্যকর্তাকে বহিষ্কার করতে পারেন না। সঞ্জয় দেব এবং সঞ্জয় শীলকে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য শোকজ করা হয়েছিল। যদিও সেই শোকজের জবাব তাঁরা দেননি। তবে বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।’ বিজেপির এই গোষ্ঠীকোন্দল এবং দলের পরিস্থিতি প্রসঙ্গে জেলা তৃণমূল নেতা অরিন্দম সরকার বলেছেন, সারা বাংলা থেকেই এই দল উঠে যাবে। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় আগামী দিনে বিজেপি বলে কোনও দল থাকবে না।’