দেশের খবর
মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিহারের যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর চেক পোস্ট থেকে অস্ত্রসহ এক বিহারের যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ওই যুবকের নাম মহম্মদ গুড্ডু (২৭)। ধৃত যুবকের বাড়ি বিহারের মধুবনী জেলায়।
ওই যুবকের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল এবং দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত ওই যুবককে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে জানায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গত বুধবার, রাতে হরিশ্চন্দ্রপুর থানার নাকের ডগায় থাকা একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ৪ সশস্ত্র যুবক ওই ডাকাতির ঘটনা ঘটায় বলে স্থানীয় বাসিন্দারা জানান।
এর পরই হরিশ্চন্দ্রপুর-বিহার সীমান্ত জুড়ে নাকা তল্লাশি শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বিহারর সীমান্তবর্তী এলাকায় কুমেদপুর চেক পোস্টে নাকা চেকিং চলার সময় এই সন্দেহভাজন যুবককে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। তখনই ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। হরিশ্চন্দ্রপুরে ডাকাতির ঘটনায় এই যুবক জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।