ভারত-চিন সীমান্ত ভয়াবহ দুর্ঘটনা! নিহত ১, নিখোঁজ ১৯ জন শ্রমিক
Connect with us

দেশের খবর

ভারত-চিন সীমান্ত ভয়াবহ দুর্ঘটনা! নিহত ১, নিখোঁজ ১৯ জন শ্রমিক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের ভয়াবহ দুর্ঘটনা। ভারত-চিন সীমান্তে অরুণাচলপ্রদেশের কুরুং কুমে জেলায় ১ জন নিহত, নিখোঁজ ১৯ জন শ্রমিক। গত ৫ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। এদের মধ্যে বেশিরভাগ শ্রমিকই অসমের বাসিন্দা।

জেলা প্রশাসক বেঙ্গিয়া নিঝির সূত্রে খবর, এই সকল শ্রমিকেরা সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন। জেলা প্রশাসক বলেন, ‘রাস্তা তৈরির জন্য ঠিকাদার অসম থেকে ১৯ জন শ্রমিক নিয়ে এসেছিল। এলাকাটি জেলা সদর থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। আমরা ১৩ জুলাই তথ্য পেয়েছি যে সমস্ত শ্রমিক কাজের জায়গা থেকে নিখোঁজ রয়েছে। কেন এই ঘটনা ঘটল তা জানতে আমরা একটি তল্লাশি অভিযান শুরু করি। আশেপাশের জঙ্গল ও অন্যান্য সড়কে তল্লাশি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সোমবার ফুরাক নদী থেকে ওই শ্রমিকদের মধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়।’

তবে মনে করা হচ্ছে, কুমি নদীতে সব শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তর-পূর্বের জেলাগুলির সীমান্ত এলাকায় পাঁচিল তৈরির কাজের সময় আচমকাই তাঁরা নিখোঁজ হয়ে যান। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দামিনে কাজ করার সময় নদীর জলে ভেসে যান ওই ১৯ শ্রমিক। তবে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য মেলেনি। পুলিশ প্রশাসন বলছে, নিখোঁজ শ্রমিকদের খোঁজ চলছে।

Laborers missing from Indo-China border in Arunachal Pradesh, One dead body found, 18 still missing bpsb

 

Advertisement