দেশের খবর
বড় পতন, ৮০ টাকা ছুঁল ডলারের দাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চিন্তার ভাঁজ আরও সুস্পষ্ট হয়ে উঠছে দেশবাসীর। সোমবার ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৭৯.৯৭ টাকা। যা মঙ্গলবারে আরও পড়ল। এই নিয়ে টানা ৮ দিন টাকার দর তলানিতে নামছে। মঙ্গলবার বাজার খোলার সময় ভারতীয় মুদ্রার দাম ৭৯.৯৯ টাকা ছিল। এর পর, সকাল ৯টা বজে ১০ মিনিটে ভারতীয় নামতে নামতে ৮০.০৫ টাকায় গিয়ে ঠেকে।
সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থির মন্দা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণেই টাকার মূল্যে পতন। চলতি বছরেই শুধুমাত্র টাকার দামে ৭ শতাংশ পতন ঘটেছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভারত-বিমুখ হতে শুরু করেছে। এ বছরই এখনও পর্যন্ত ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা ২ হাজার ৯০০ কোটি ডলার তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এক ডলারের দাম ছিল ৬৩ টাকা ৩৩ পয়সা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর এই দাম বেড়ে দাঁড়ায় ৬৯ টাকা ৭৯ পয়সা। ২০১৯ সালের শেষদিনে দেখা যায় ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৭০-র গণ্ডি ছাড়ায়। আগামী ১৫ দিনে টাকা (রুপি)-র দর ৭৯.৭৫ থেকে ৮০.১৫-এর মধ্যে ট্রেড করার সম্ভাবনা রয়েছে।