বাংলার খবর
ঝাড়গ্রামে অব্যাহত দলমার দাপট, মৃত্যু মহিলার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঝাড়গ্রাম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের মধ্যেই বৃহস্পতিবার সকালে হাতির হামলায় ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের ঘুটিয়া গ্রামে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটল।
ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে। হাতির হামলায় কয়েকদিনে বেশ কয়েকজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েক জন। হাতির হামলায় ফসলের ক্ষতি যেমন হচ্ছে তেমনি হাতির তাণ্ডবে রাজ্য সড়ক ও জাতীয় সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ঘুটিয়া এলাকায় প্রাতঃভ্রমণে যাওয়া এক মহিলাকে মাটিতে আছড়ে ফেলে পা দিয়ে পিষে একটি হাতি মেরে দেয়। এরপর হাতিটি ওই এলাকা থেকে স্থানীয় জঙ্গলের দিকে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সংস্কারের অভাবে ধুঁকছে প্রাচীন জৈন মন্দির
মৃত মহিলার নাম মিনি নায়েক(৩৫)। খবর পেয়ে ঘটনাস্থলে যান জামবনি থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। গ্রামবাসীরা হাতির হামলার ঘটনায় পুলিশ ও বন দফতরের কর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।
ওই এলাকায় দুটি হাতি কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে। বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। তা সত্ত্বেও হাতি দুটিকে সরানো হয়নি। যার ফলে বৃহস্পতিবার হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই ঝাড়গ্রাম সফরে এসেছেন। বৃহস্পতিবার তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করবেন। তাই মুখ্যমন্ত্রী যখন ঝাড়গ্রামে রয়েছে সেই সময় হাতির হামলায় মৃত্যুর ঘটনায় এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।
আরও পড়ুন: ঝাড়গ্রামে কোনও মাওবাদী নেই, মিথ্যে ভয় দেখালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বন দফতরের পক্ষ থেকে হাতির হামলায় মৃত ওই মহিলার পরিবারকে সরকারি আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সেই সঙ্গে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।